রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় ডিবি পরিচয়ে ‘দুর্ধর্ষ’ ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে যুবলীগ নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসামি বেলাল চাকলাদার মতিঝিল থানা ৯ নং ওয়ার্ডের যুবলীগ নেতা। তার নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানা ও উত্তরা পশ্চিম থানায় দুটি হত্যা মামলা রয়েছে।

গত কয়েকদিনের ধারাবাহিক অপারেশনে তাদের ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো.

মঞ্জু (৪০), সাইফুল ইসলাম (৪০), মো. রাসেল (২৮), মো. জাহিদ (২৪), জাকির প্রকাশ তৌহিদ (৪০), ইসমাইল হোসেন (৩৩), হিরা শেখ (৩৫), মো. রফিক (৩৫), মো. বাধন (৩০), চাঁন মিয়া (৫৪), বেল্লাল চাকলাদার (৪৫) ও আসলাম খাঁন (৪৫)।

আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। এ সময় উপস্থিত ছিলেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান ও সহকারী কমিশনার মিডিয়া জাহাঙ্গীর কবির।

তিনি বলেন, গত ৩ জানুয়ারি ধানমন্ডি এবং ২২ জানুয়ারি মোহাম্মদপুর ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতে করে চক্রটি। গ্রেপ্তার আসামিরা ডিবি পুলিশ পরিচয়ে ঢাকা শহরসহ দেশের বিভিন্ন জেলা শহরে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। ডাকাতির পূর্বে নিদিষ্ট জায়গায় একত্রিত হয়। তারা ডাকাতির সময় সাধারণত বাটন মোবাইল ফোন ব্যবহার করে। পরবর্তীতে ডাকাতি শেষে মোবাইল ফোন সিমসহ ফেলে দিয়ে নিজ নিজ এলাকায় ফিরে যায়। 

মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। ডাকাত জাকির প্রকাশ তৌহিদের বিরুদ্ধে ১০টি, জাহিদের বিরুদ্ধে আটটি, হিরা শেখ ও রফিকের বিরুদ্ধে ছয়টি করে, মঞ্জুরের বিরুদ্ধে পাঁচটি, চাঁন মিয়ার বিরুদ্ধে চারটি ও বেল্লাল চাকলাদারের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

উৎস: Samakal

কীওয়ার্ড: য বল গ ন ত আটক ধ নমন ড

এছাড়াও পড়ুন:

সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।

সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।

আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ