রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নামে এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করে। কিন্তু ২০০৯ সালে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়’ রাখেন। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সিদ্ধান্ত ছিল। এর মাধ্যমে রংপুরবাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফসলকে নস্যাৎ করা হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, রংপুরে আগে থেকেই বেগম রোকেয়ার নামে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। যেমন- বেগম রোকেয়া সরকারি কলেজ, পায়রাবন্দে সরকারি কলেজ, একটি হাইস্কুল ও একটি বালিকা বিদ্যালয় রয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কোন যৌক্তিকতা ছিল না। বিশ্ববিদ্যালয়ের নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ থাকলে তা অঞ্চলটির পরিচয় বহন করত। অবিলম্বে প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবি করেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, “আমরা নাম পরিবর্তন নয়, প্রতিষ্ঠাকালীন ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুনর্বহাল চাই। সাতদিনের মধ্যে এ বিষয়ে ইতিবাচক কোন সিদ্ধান্ত না আসলে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির সদস্য সচিব রহমত আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সমন্বয় ও শিক্ষার্থীরা।

ঢাকা/আমিরুল/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব গম র ক য়

এছাড়াও পড়ুন:

ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।

সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।

জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।

তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।

এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।

এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ  রিকোভারীবৃন্দ।
 

সম্পর্কিত নিবন্ধ