‘ডেভিল হান্ট’ নামে গায়েবি মামলা হচ্ছে: জি এম কাদের
Published: 10th, February 2025 GMT
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অপারেশন ডেভিল হান্টের নামে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতীয়মান হচ্ছে। একই সঙ্গে ডেভিল হান্টে গায়েবি মামলা দেওয়া হচ্ছে।
সোমবার এক বিবৃতিতে এই অভিযোগ করেন জি এম কাদের।
বিবৃতিতে অপারেশন ডেভিল হান্টের সমালোচনা করেন শেখ হাসিনা আমলের বিরোধীদলীয় নেতা জি এম কাদের। তিনি বলেছেন, জাতীয় পার্টির ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তারের পর জামিন দেওয়া হচ্ছে না। স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি পালনে বাধা দেওয়া হচ্ছে। পার্টির অফিস, নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে।
জি এম কাদের বলেন, ‘ডেভিল হান্ট’ অপারেশনে জাতীয় পার্টি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। গত রোববার গাজীপুর মহানগরের কয়েকজন নেতার নামে গায়েবি মামলা করা হয়েছে। এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। নিরাপরাধ জনগণের ওপর জুলুম ও হয়রানি বন্ধে সরকারের প্রতি আহ্বান করছি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ এম ক দ র এম ক দ র
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন