বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু
Published: 11th, February 2025 GMT
চট্টগ্রামের লোহাগাড়ায় বন্য হাতির আক্রমণে সোনা জান নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের পানত্রিশার মন্দুলার চর এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া বৃদ্ধা ওই এলাকার আকবর আহমদ ওরফে আবু মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জানে আলম প্রথম আলোকে বলেন, সন্ধ্যায় ওই নারী বাড়ি থেকে ৪০০ মিটার দূরের পাহাড়ি এলাকা থেকে তাঁর গরু আনতে গিয়েছিলেন।
এ সময় একটি বন্য হাতির পালের আক্রমণের শিকার হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। পরে বন বিভাগের সহায়তায় তাঁর লাশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। আজ মঙ্গলবার লাশ দাফন করা হবে।
পদুয়া রেঞ্জের আওতাধীন ডলু বন বিটের কর্মকর্তা রাকিব হোসেন প্রথম আলোকে বলেন, ‘গরু আনতে গিয়ে সম্ভবত ওই নারী সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করেছিলেন। সেখানে পাঁচ সদস্যের একটি হাতির পালের আক্রমণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা ক্ষতিপূরণের জন্য আবেদন করলে তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা নেব।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।