দারুণ ছন্দে থাকা লিভারপুল মৌসুমের প্রথম ধাক্কাটি খেল। প্রিমিয়ার লিগের শীর্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ থেকে বিদায় করে দিয়েছে পুঁচকে প্লাইমাউথ আর্গাইল, যারা কিনা ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে একেবারে তলানিতে অবস্থান করছে। অবনমনের শঙ্কায় থাকা প্লাইমাউথের এ জয় এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় তো বটেই, এফএ কাপের ইতিহাসেরও নাকি অন্যতম সেরা অঘটন।
হোম পার্কে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের বক্সের ভেতর হ্যান্ডবল করেন লিভারপুল মিডফিল্ডার হার্ভে এলিয়ট। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঠান্ডা মাথায় স্পটকিকে গোল করেন প্লাইমাউথের স্কটিশ ফরোয়ার্ড রায়ান হার্ডি। সে গোল আর শোধ করতে পারেনি লিভারপুল। অনেকে এ পরাজয়কে লিভারপুল বস আর্নে স্লটের প্রথম ভুল হিসেবে দেখছেন। দু্’দিন আগে লিগ কাপের সেমিতে টটেনহামকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশে ১০টি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন স্লট। অলরেড বস অবশ্য এটা ভুল মানতে নারাজ, ‘আমাদের জন্য দিনটি ভালো ছিল না, যে কারণে ম্যাচের এমন ফলাফল।’
লিভারপুলের বিপক্ষে স্মরণীয় এ জয়ের ‘মাস্টারমাইন্ড’ হলেন প্লাইমাউথের কোচ মিরন মুসলিচ। যুদ্ধবিধ্বস্ত বসনিয়ায় জন্ম নেওয়া এ কোচ রিফিউজি হিসেবে ভেসে বেড়িয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। ১৯৯২ সালে বর্বর সার্ব বাহিনী তাঁর শহর বিহাচ দখল করে নিলে মাত্র ৯ বছর বয়সে জীবন বাঁচাতে পালিয়ে অস্ট্রিয়া চলে গিয়েছিলেন মুসলিচ। গত জানুয়ারিতে ওয়েন রুনিকে বরখাস্ত করে তাঁকে দায়িত্ব দেয় প্লাইমাউথ কর্তৃপক্ষ। তবে চ্যাম্পিয়নশিপে সবার নিচে থাকলেও ইদানীং ভালো খেলতে শুরু করেছে তারা। লিভারপুলের আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের আরেক দল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে তারা। আর গত সপ্তাহে ওয়েস্ট ব্রমকে হারিয়ে গত নভেম্বরের পর লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি।
তবে লিভারপুলের বিপক্ষে জয়টা তাদের জন্য বিশেষ কিছু বলে জানিয়েছেন মুসলিচ, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। যদিও তারা বলে আমি নাকি বাগ্মী (হাসি)। আমাদের জন্য স্মরণীয় একটি দিন, বলতে পারেন জাদুকরি দিন। লকাররুমে আমি সবাইকে বলেছি, এ জয় উপভোগ করতে।’ তিনি আরও যোগ করেন, ‘এ জয় আর্গাইলের ইতিহাসের গৌরবের অধ্যায়। লিভারপুলকে আটকে দিয়েছি! আমার আসলে এখনও বিশ্বাস হচ্ছে না। স্টেডিয়াম থেকে আমার অ্যাপার্টমেন্টে যাওয়ার পর শান্ত পরিবেশে হয়তো বিষয়টি অনুধাবন করতে পারব।’
প্লাইমাউথের আরেক নায়ক হলেন গোলরক্ষক কনর হ্যাজার্ড। ৯০ মিনিট শেষে রেফারি আরও ৯ মিনিট খেলান। তখন দিয়াগো জোতা ও ডারউইন নুনেজের দুটি দারুণ প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে রুখে দেন হ্যাজার্ড। ম্যাচসেরা হওয়া ক্রোয়াট ডিফেন্ডার কিনোলা ক্যাটিচ তাই জয়ের সব কৃতিত্ব দিয়েছেন হ্যাজার্ডকে, ‘তাঁর জন্যই আমি এখানে (পুরস্কার বিতরণী মঞ্চে)। আমি কিন্তু হ্যাজার্ডকে ঘৃণা করি। কারণ সে সেল্টিকে খেলেছে এবং আমি রেঞ্জার্সে। তবে আজ সে আমাদের জয় এনে দিয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি
২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।
তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।
কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন