দারুণ ছন্দে থাকা লিভারপুল মৌসুমের প্রথম ধাক্কাটি খেল। প্রিমিয়ার লিগের শীর্ষে এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটিকে ১-০ গোলে হারিয়ে এফএ কাপ থেকে বিদায় করে দিয়েছে পুঁচকে প্লাইমাউথ আর্গাইল, যারা কিনা ইংলিশ ক্লাব ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপে একেবারে তলানিতে অবস্থান করছে। অবনমনের শঙ্কায় থাকা প্লাইমাউথের এ জয় এখন পর্যন্ত মৌসুমের সবচেয়ে বড় তো বটেই, এফএ কাপের ইতিহাসেরও নাকি অন্যতম সেরা অঘটন।
হোম পার্কে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের বক্সের ভেতর হ্যান্ডবল করেন লিভারপুল মিডফিল্ডার হার্ভে এলিয়ট। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে ঠান্ডা মাথায় স্পটকিকে গোল করেন প্লাইমাউথের স্কটিশ ফরোয়ার্ড রায়ান হার্ডি। সে গোল আর শোধ করতে পারেনি লিভারপুল। অনেকে এ পরাজয়কে লিভারপুল বস আর্নে স্লটের প্রথম ভুল হিসেবে দেখছেন। দু্’দিন আগে লিগ কাপের সেমিতে টটেনহামকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া একাদশে ১০টি পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন স্লট। অলরেড বস অবশ্য এটা ভুল মানতে নারাজ, ‘আমাদের জন্য দিনটি ভালো ছিল না, যে কারণে ম্যাচের এমন ফলাফল।’
লিভারপুলের বিপক্ষে স্মরণীয় এ জয়ের ‘মাস্টারমাইন্ড’ হলেন প্লাইমাউথের কোচ মিরন মুসলিচ। যুদ্ধবিধ্বস্ত বসনিয়ায় জন্ম নেওয়া এ কোচ রিফিউজি হিসেবে ভেসে বেড়িয়েছেন ইউরোপের বিভিন্ন দেশে। ১৯৯২ সালে বর্বর সার্ব বাহিনী তাঁর শহর বিহাচ দখল করে নিলে মাত্র ৯ বছর বয়সে জীবন বাঁচাতে পালিয়ে অস্ট্রিয়া চলে গিয়েছিলেন মুসলিচ। গত জানুয়ারিতে ওয়েন রুনিকে বরখাস্ত করে তাঁকে দায়িত্ব দেয় প্লাইমাউথ কর্তৃপক্ষ। তবে চ্যাম্পিয়নশিপে সবার নিচে থাকলেও ইদানীং ভালো খেলতে শুরু করেছে তারা। লিভারপুলের আগে এফএ কাপের তৃতীয় রাউন্ডে প্রিমিয়ার লিগের আরেক দল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে তারা। আর গত সপ্তাহে ওয়েস্ট ব্রমকে হারিয়ে গত নভেম্বরের পর লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি।
তবে লিভারপুলের বিপক্ষে জয়টা তাদের জন্য বিশেষ কিছু বলে জানিয়েছেন মুসলিচ, ‘আমি আসলে ভাষা হারিয়ে ফেলেছি। যদিও তারা বলে আমি নাকি বাগ্মী (হাসি)। আমাদের জন্য স্মরণীয় একটি দিন, বলতে পারেন জাদুকরি দিন। লকাররুমে আমি সবাইকে বলেছি, এ জয় উপভোগ করতে।’ তিনি আরও যোগ করেন, ‘এ জয় আর্গাইলের ইতিহাসের গৌরবের অধ্যায়। লিভারপুলকে আটকে দিয়েছি! আমার আসলে এখনও বিশ্বাস হচ্ছে না। স্টেডিয়াম থেকে আমার অ্যাপার্টমেন্টে যাওয়ার পর শান্ত পরিবেশে হয়তো বিষয়টি অনুধাবন করতে পারব।’
প্লাইমাউথের আরেক নায়ক হলেন গোলরক্ষক কনর হ্যাজার্ড। ৯০ মিনিট শেষে রেফারি আরও ৯ মিনিট খেলান। তখন দিয়াগো জোতা ও ডারউইন নুনেজের দুটি দারুণ প্রচেষ্টা অবিশ্বাস্যভাবে রুখে দেন হ্যাজার্ড। ম্যাচসেরা হওয়া ক্রোয়াট ডিফেন্ডার কিনোলা ক্যাটিচ তাই জয়ের সব কৃতিত্ব দিয়েছেন হ্যাজার্ডকে, ‘তাঁর জন্যই আমি এখানে (পুরস্কার বিতরণী মঞ্চে)। আমি কিন্তু হ্যাজার্ডকে ঘৃণা করি। কারণ সে সেল্টিকে খেলেছে এবং আমি রেঞ্জার্সে। তবে আজ সে আমাদের জয় এনে দিয়েছে।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’