সাংবাদিক এম দিলদার উদ্দিনের ভালবাসার কাহিনী নিয়ে ‘গল্পগুচ্ছ’ (১ম খণ্ড) বইটি পাওয়া যাচ্ছে এবারের অমর একুশে বইমেলায়। বইয়ের সঙ্গে  লেখকের পক্ষ থেকে ক্রেতারা উপহার স্বরূপ পাচ্ছেন ৩টি ‘চারাপিতা’ মরিচের বীজ।

বইটিতে ভালবাসার তিনটি গল্প রয়েছে। গল্পগুলো হলো : নলচিরা ঘাটের সেই মেয়েটি, মাটির ঘর ও যাত্রা পথের সঙ্গী। বইটি প্রকাশ করেছে ‘সাহিত্যদেশ’ প্রকাশনী। বইমেলায় সোহরাওয়ার্দী উদ্যানে সাহিত্যদেশ-এর ৪৯৫ ও ৪৯৬ নম্বর স্টলে আগ্রহী পাঠকেরা বইটি কিনতে পারবেন।

‘গল্পগুচ্ছ’ বইটিতে লেখক তুলে ধরেছেন, প্রেম-ভালবাসা ছেলে-মেয়েদের জীবনটাকে আরো সুন্দর ও সহজ করে দিতে পারে, সুন্দর সম্পর্কের কোন তুলনা নেই। তেমনি আবার এ সম্পর্ক ঝামেলায় ফেলে জীবনটাকে ধ্বংসও করে দিতে পারে। তবুও একটা ছেলে আর মেয়ের মাঝে প্রেম হয়, ভালবাসা হয়। সব প্রেম-ভালবাসা খাঁটি হয় না। এরমাঝে থাকতে পারে ফাঁদ, থাকতে পারে সীমাহীন যন্ত্রনা। বিশেষ করে ফেসবুকে প্রেম শুরু হয় অতি আবেগ দিয়ে আর এর সমাপ্তি ঘটে ধর্ষণ, যন্ত্রণা আর প্রতারণার মধ্য দিয়ে। তাই কারো সাথে সম্পর্কে জড়ানোর আগে একে অপরের ভেতরের বিষয়গুলোর খোঁজ নেওয়া উচিৎ। হুট করে বা ক্ষণিকের দেখায় মুগ্ধ হয়ে কখনো প্রেমে জড়ানো উচিৎ নয়। সময় নিয়ে একে অপরকে বুঝতে হবে, এ্যাডজাস্ট হবে কিনা সেটাও মাথায় রাখতে হবে। জড়িয়ে গেলে আর পিছনে ফেরা যায় না। 

আরো পড়ুন:

তসলিমা নাসরীনের বই নিয়ে বইমেলায় হট্টগোল

বইমেলায় নতুন গল্পগ্রন্থ ‘উলটো বুড়িগঙ্গা’

বইটির মূল্য: ৪০০ টাকা। 

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বইম ল য়

এছাড়াও পড়ুন:

আমি থাকাকালে তাইওয়ানে হামলার ‘পরিণতি কী হবে’ চীন জানে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন যে তিনি প্রেসিডেন্ট থাকাকালীন তাইওয়ানে বিরুদ্ধে বেইজিং কোনো পদক্ষেপ নেবে না, কারণ ‘তারা এর পরিণতি কী হতে পারে তা জানে’। খবর আনাদোলুর।

রবিবার সিবিএস ৬০ মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তিনি (চীনের প্রেসিডেন্ট শি জিনপিং) এবং তার কর্মকর্তারা খোলাখুলিভাবে বলেছেন, ‘ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমরা কখনোই কিছু করব না’, কারণ তারা জানে এর পরিণতি কী হবে।” 

আরো পড়ুন:

ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়াবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ক্যারিবীয় জাহাজে আবারো যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩

চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করার নির্দেশ দেবেন কিনা জানতে চাইলে ট্রাম্প সরাসরি কিছু বলেননি। তবে তিনি বলেন, “এটি ঘটলে আপনি জানতে পারবেন এবং তিনি (শি জিনপিং) এর উত্তর বোঝেন।”

ট্রাম্প জানান, এশিয়া সফরকালে গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। তাইওয়ান প্রসঙ্গটি বাদ পড়ার ঘটনায় অনেকেই অবাক হয়েছেন।

ট্রাম্প বলেন, “বৈঠকে তিনি (শি জিনপিং) এটি উত্থাপন করেননি, কারণ তিনি এটি বোঝেন ও খুব ভালোভাবে বোঝেন।”

তবে, জিনপিং কী বোঝেন তা ব্যাখ্যা করার জন্য চাপ দেওয়া হলে মার্কিন প্রেসিডেন্ট বিস্তারিত বলতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।”

তাইওয়ান ইস্যু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের অন্যতম প্রধান উত্তেজনাপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন একটি প্রদেশ বলে মনে করে, অন্যদিকে তাইপে ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার উপর জোর দিয়ে আসছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ