পিরোজপুরের ইন্দুরকানীতে পরিবেশ বান্ধব চুল্লি, প্রয়োজনীয় কাগজপত্র ও কাঠ পোড়ানোর অভিযোগে চারটি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে একটি ভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, অন্য তিনটি ভাটাকে পাঁচ লাখ টাকা  করে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার বিকালে বরিশাল ও পিরোজপুর জেলা পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। ইট প্রস্তুত আইন ও ভাটা স্থাপন আইন সংশোধনী-২০১৯ এর বলে এ অভিয়ান পরিচালনা করা হয়।

এ দিন অভিযানের সময় উপজেলার চন্ডিপুর ই্উনিয়নের খোলপটুয়া গ্রামের কেবিআই ভাটার প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভেকু দিয়ে তা ভেঙে ফেলা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা এ ভাটার কাঁচা ইট ও চুল্লি ভেঙে ফেলেন। এছাড়া আরওয়ান ব্রিকস ও এস বিআই ব্রিকসের কাগজপত্র না থাকায় ও কাঠ পোড়ানোর অভিযোগে তাদের ভাটায় ভাঙচুর করা হয় এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এরপর ভাই ভাই ব্রিকসকেও পাঁচ লাখ টাকা জরিমানা করে।

কেবিআই ভাটার মালিক শাকিল মাহমুদ পলাশ সমকালকে বলেন, আমার ভাটর চুল্লিসহ প্রায় পাঁচ লাখ টাকার কাঁচা ইট ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে পরিবশে অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ পরিচালক মো.

জহিরুল ইসলাম তালুকদার জানান, আইন না মেনে ইটভাটা পরিচালনা করায় এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

উৎস: Samakal

কীওয়ার্ড: ইটভ ট

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ