সারা বিশ্বের মতো ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস ঢাকায়ও পালিত হবে। তবে হাতিরঝিলে আগামী শুক্রবারের ভোরটা হবে একটু ব্যতিক্রমী। দৌড়কে ভালোবেসে দেশ–বিদেশের আড়াই হাজার মানুষ সেদিন রাস্তায় নামবে। বাংলাদেশসহ ১৫টি দেশের দৌড়বিদেরা অংশ নিচ্ছেন এবারের ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিমি ২০২৫’ প্রতিযোগিতায়।
রান বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার শুরুটা হবে ভোর পাঁচটায়। দৌড়বিদেরা ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষার জন্য দৌড়াবেন। এ জন্য এবারের স্লোগান হচ্ছে—‘রান টু সেভ ঢাকা’স হেরিটেজ’ বা ‘ঢাকার ঐতিহ্য রক্ষায় দৌড়’। সুস্থতার জয়গান গাইতে, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং ঢাকার সমৃদ্ধ ঐতিহ্যকে উদ্যাপন করতে একত্র হবেন এই দৌড়বিদেরা।
প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস থেকে সনদপ্রাপ্ত এবং এআইএমএসের পূর্ণ সদস্যপদ লাভ করেছে। প্রথমবারের সাফল্যের পর রান বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এবারের আয়োজন করতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পনসর ক্লেমন আর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছে প্রথম আলো।
এআইএমএস সার্টিফায়েড রেস ট্র্যাকে ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের তিনটি ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। প্রতিযোগিতায় অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে নতুন দৌড়প্রেমী সবার জন্য চমকপ্রদ এক অভিজ্ঞতা হবে।
নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণ থাকবে এই দৌড় প্রতিযোগিতায়.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ম্যাচপ্রতি সাড়ে ৪ কোটি দেবে ভারত ক্রিকেট দলের নতুন স্পনসর
অপেক্ষার পালা শেষ হতে চলেছে। শিগিশিরই নতুন স্পনসর পেতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট দলের নতুন প্রধান স্পনসর হচ্ছে অ্যাপোলো টায়ার্স। হরিয়ানাভিত্তিক বহুজাতিক এই টায়ার উৎপাদনকারী কোম্পানি প্রতি ম্যাচে সাড়ে ৪ কোটি রুপি দেবে, যা আগের স্পনসর ড্রিম১১–এর চেয়ে ৫০ লাখ রুপি বেশি। ড্রিম১১ ম্যাচপ্রতি বিসিসিআইকে ৪ কোটি রুপি দিত।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই। এই সময়ে ভারতীয় দল দ্বিপক্ষীয় সিরিজে ১২১টি ও আইসিসির প্রতিযোগিতায় কমপক্ষে ২১টি ম্যাচ খেলবে। বোর্ড শিগগিরই প্রধান স্পনসর হিসেবে অ্যাপোলো টায়ার্সের নাম ঘোষণা করবে।
ক্রিকবাজ জানতে পেরেছে, সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার-টিউব উৎপাদনকারী কোম্পানি জে কে টায়ার্সও ভারতীয় দলের মূল স্পনসর হতে দরপত্র জমা দিয়েছিল। তবে টাকার অঙ্কে তারা অ্যাপোলো টায়ার্সের সঙ্গে পেরে ওঠেনি।
অ্যাপোলো টায়ার্সের সঙ্গে ৩ বছরের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই