Prothomalo:
2025-11-04@05:43:53 GMT

২৫০০ মানুষের ‘ভালোবাসার’ দৌড়

Published: 12th, February 2025 GMT

সারা বিশ্বের মতো ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস ঢাকায়ও পালিত হবে। তবে হাতিরঝিলে আগামী শুক্রবারের ভোরটা হবে একটু ব্যতিক্রমী। দৌড়কে ভালোবেসে দেশ–বিদেশের আড়াই হাজার মানুষ সেদিন রাস্তায় নামবে। বাংলাদেশসহ ১৫টি দেশের দৌড়বিদেরা অংশ নিচ্ছেন এবারের ‘তুরাগ অ্যাকটিভ ঢাকা ২৫ কিমি ২০২৫’ প্রতিযোগিতায়।

রান বাংলাদেশের আয়োজনে আন্তর্জাতিক এই দৌড় প্রতিযোগিতার শুরুটা হবে ভোর পাঁচটায়। দৌড়বিদেরা ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষার জন্য দৌড়াবেন। এ জন্য এবারের স্লোগান হচ্ছে—‘রান টু সেভ ঢাকা’স হেরিটেজ’ বা ‘ঢাকার ঐতিহ্য রক্ষায় দৌড়’। সুস্থতার জয়গান গাইতে, সামাজিক বন্ধন দৃঢ় করতে এবং ঢাকার সমৃদ্ধ ঐতিহ্যকে উদ্‌যাপন করতে একত্র হবেন এই দৌড়বিদেরা।

প্রতিযোগিতাটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকস থেকে সনদপ্রাপ্ত এবং এআইএমএসের পূর্ণ সদস্যপদ লাভ করেছে। প্রথমবারের সাফল্যের পর রান বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো আরও বৃহৎ পরিসরে এবারের আয়োজন করতে যাচ্ছে। এবারের প্রতিযোগিতার টাইটেল স্পনসর তুরাগ অ্যাকটিভ, কো-স্পনসর ক্লেমন আর অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে আছে প্রথম আলো।

এআইএমএস সার্টিফায়েড রেস ট্র্যাকে ২৫ কিলোমিটার, ১০ দশমিক ৩ কিলোমিটার এবং ৩ কিলোমিটারের তিনটি ভিন্ন চ্যালেঞ্জ থাকবে। প্রতিযোগিতায় অভিজ্ঞ দৌড়বিদ থেকে শুরু করে নতুন দৌড়প্রেমী সবার জন্য চমকপ্রদ এক অভিজ্ঞতা হবে।

নারী, পুরুষ, শিশুসহ সব বয়সী মানুষের অংশগ্রহণ থাকবে এই দৌড় প্রতিযোগিতায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২৫০০ বিলাসবহুল গাড়ি

রাজধানী ঢাকার রাস্তায় চলে বিশ্বের আলোচিত টেসলা গাড়ি। ইতিমধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে ছয়টি টেসলা গাড়ির নিবন্ধন নেওয়া হয়েছে। শুধু টেসলা নয়; রোলস-রয়েস, ফেরারি, বেন্টলি, পোরশের মতো বিলাসবহুল অভিজাত গাড়ি এখন ঢাকার রাস্তার বুক চিড়ে চড়ে বেড়ায়।

অন্যদিকে রেঞ্জ রোভার, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জের মতো অভিজাত গাড়িও ঢাকার রাস্তায় অহরহ দেখা যায়। এ গাড়িগুলো যেন দেশের ধনীদের আভিজাত্যের প্রতীক হয়ে গেছে।

সব মিলিয়ে দেশে এখন আড়াই হাজারের বেশি এমন বিলাসবহুল ও দামি গাড়ি আছে। এই গাড়িগুলোর দাম ১ কোটি থেকে ১২ কোটি টাকা। দেশের একশ্রেণির অতিধনী ব্যবসায়ীরা এসব বিলাসবহুল গাড়ি চালান।

গাড়ি ব্যবসায়ীরা জানান, এমন বিলাসবহুল দামি গাড়ির গ্রাহকের সংখ্যা দেড় থেকে দুই হাজারের মতো। কেউ কেউ একাধিক বিলাসবহুল গাড়ি কিনেছেন।

দেশে বিলাসবহুল গাড়ির মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ ও আউডি (অনেকে অডি বলেন) ব্র্যান্ডের গাড়ি। রাজধানীর ঢাকার পাশাপাশি চট্টগ্রামের রাস্তায় এমন দামি গাড়ি মাঝেমধ্যে দেখা যায়।

এক দশক আগেও রাস্তায় বিলাসবহুল গাড়ি অনেক কম দেখা যেত। গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা ও বসুন্ধরার মতো অভিজাত এলাকায় এখন প্রায়ই দেখা মিলে রেঞ্জ রোভার, মার্সিডিজ ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি। সাধারণত রাতের দিকে অভিজাত এলাকায় এমন গাড়ির আনাগোনা বেড়ে যায়। সব মিলিয়ে গত ১০ বছরে আড়াই হাজারের বেশি বিলাসবহুল গাড়ি আমদানি হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সূত্রে জানা গেছে, গত ১০ বছরে দেশে শুধু রোলস-রয়েস ব্র্যান্ডের গাড়ি আমদানি হয়েছে ১২টি। আর গত পাঁচ বছরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষে (বিআরটিএ) ৮টি রোলস-রয়েস নিবন্ধিত হয়েছে।

গত জুলাই মাসে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কে দুর্ঘটনার কবলে পরে রোলস-রয়েসের ‘স্পেক্টার’ মডেলের গাড়ি। যার দাম ফিচারভেদে প্রায় ১১ থেকে ১২ কোটি টাকা। তখন এই দামি গাড়ি নিয়ে বেশ আলোচনা হয়।

টেসলা ব্র্যান্ডের ‘মডেল এস’ গাড়ি

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকার রাস্তায় টেসলা, রোলস–রয়েস, পোরশেসহ ২৫০০ বিলাসবহুল গাড়ি
  • গ্রামীণ হেলথ টেকের পৃষ্ঠপোষকতায় ‘রাইজ অ্যাবাভ অল’