গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় নিহত আবুল কাশেমের (২০) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের রাজবাড়ি মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তাঁরা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধের দাবি তোলেন।

নিহত আবুল কাশেম গাজীপুর মহানগরের দক্ষিণ কলমেশ্বর এলাকার হাজি জামালের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের অভিযোগ, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের লোকজন শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। হামলায় আহত হয়ে আবুল কাশেমের মৃত্যু হয়েছে। কাশেমের প্রতিটি রক্তের ফোঁটার বদলা নেবেন ঘোষণা দিয়ে তাঁরা বলেন, যেভাবে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তেমনি শিক্ষার্থীদের ওপর হামলার কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

আরও পড়ুনগাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলায় আহত একজনের মৃত্যু২০ ঘণ্টা আগে

জানাজায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। এ ছাড়া গাজীপুর মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা, সদর থানার নির্বাহী কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনগাজীপুরে হামলায় আহত তরুণের মৃত্যুর প্রতিবাদে কফিনমিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন১৮ ঘণ্টা আগে

গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত আবুল কাশেম গতকাল বুধবার মারা যান। হামলার ঘটনায় একটি মামলা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর শাখার আহ্বায়ক মো.

আবদুল্লাহ মোহিত। এতে ২৩৯ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। প্রধান আসামি করা হয় আমজাদ মোল্লা নামের একজনকে। এলাকায় তিনি আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। এ মামলায় সর্বশেষ ১৩২ জনকে গ্রেপ্তার করার তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন‘ওর মৃত্যুতে দেশবাসী ছাড়া কাঁদার মতো কেউ নেই’১৫ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ক মন ত র আওয় ম য় আহত

এছাড়াও পড়ুন:

এসএসসির ফরম পূরণ শুরু ৩১ ডিসেম্বর

২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। এর আগে পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

আরও পড়ুনআরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা ২ ঘণ্টা আগে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা শেষে ফলাফল আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণ আগামী ৩১ ডিসেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুনপ্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষার শিক্ষক নিয়োগের সুযোগ বাদ১৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ