দাম্পত্য কলহ: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
Published: 14th, February 2025 GMT
হবিগঞ্জের চুনারুঘাটে দাম্পত্য কলহের জেরে দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর বাবা নিজেও আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগাও ইউনিয়নের আতিকপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- আতিকপুর গ্রামের আব্দুর রউফ (৩৫), তার দুই মেয়ে খাদিজা আক্তার (৫) ও আয়েশা আক্তার (৩)।
স্থানীয়দের বরাতে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মাধবপুর-চুনারুঘাট সার্কেল) এ কে এম সালিমুল হক বলেন, ‘‘আব্দুর রউফ ও তার স্ত্রী হাফিজা আক্তারে মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। গত রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এ সময় হাফিজা এক সন্তানকে কোলে নিয়ে ঘর থেকে বেড়িয়ে যান। এরপর আব্দুর রউফ দুই শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পরে নিজেও খান। স্বজন ও প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১০টায় মৃত্যু হয় আব্দুর রউফের।’’
আব্দুর রউফের ছোট ভাই সোহাগ মিয়া বলেন, ‘‘আমরা পশের ঘরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে গিয়ে দেখি, দুই ভাতিজি ও ভাই বিষাক্রান্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ভাতিজিদের মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ভাই মারা যান। দীর্ঘদিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল।’’
হবিগঞ্জ জেলা সদর হাসাপাতালের মেডিকেল অফিসার ডা.
ঢাকা/আজহারুল/মামুন/রাজীব
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//