আরব আমিরাত সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
Published: 14th, February 2025 GMT
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর শেষ করেছেন। দুবাই শহরে ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে (ডব্লিউজিএস) অংশ নিতে সে দেশে গিয়েছিলেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইউএই সফর শেষ করে প্রধান উপদেষ্টা এমিরেটসের ফ্লাইটে দেশের উদ্দেশে রওয়ানা দিয়েছেন। দুবাই বিমানবন্দরে তাকে বিদায় জানান সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড.
ডব্লিউজিএসে যোগ দেওয়ার পাশাপাশি প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষার সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থের বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
আলোচনার সময় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং আরো বেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংযুক্ত আরব আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের কারখানাগুলো স্থানান্তরের আমন্ত্রণ জানান। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানি বিন আহমেদ আল জেয়ৌদি প্রস্তাব দেওয়ার পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি শিল্প পার্ক স্থাপনে নীতিগতভাবে সম্মত হন।
প্রধান উপদেষ্টা ইউএইর বাণিজ্যমন্ত্রীকে জানান যে, সংযুক্ত আরব আমিরাতের গ্রুপগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, এজন্য তারা বাংলাদেশের স্বল্প খরচের শ্রমশক্তি ব্যবহার করতে পারে।
ইউএইর বাণিজ্যমন্ত্রী জানান, তিনি আগামীতে বাংলাদেশ সফরে উচ্চ পর্যায়ের বাণিজ্য ও তদন্ত প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে চান।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং সিনিয়র সচিব লামিয়া মোরশেদ ইউএই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।
ঢাকা/হাসান/রফিক
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ