না’গঞ্জে স্বৈরাচার প্রতিরোধ দিবসে লড়াকু-শহীদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
Published: 14th, February 2025 GMT
স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জয়নাল-দীপালী-কাঞ্চনসহ মুক্তি সংগ্রামের লড়াকু-শহীদের স্মরণে র্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
র্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেনসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান,সদস্য শেখ সাদি, তাহমিদ আনোয়ার, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়। পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, "আজকের এই দিনে আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ জয়নাল, দীপালী, কাঞ্চনসহ ২৪-এর অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে মুক্তির লড়াই অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চলবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের তরুণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে নেতৃত্ব দেবে।"
তিনি আরও বলেন, "যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে এবং ২৪-এর অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়েছে, তাদের বিচার কার্যকর করার মধ্য দিয়ে যাত্রা হবে নতুন বাংলাদেশ বিনির্মানের।
লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে ছাত্র ফেডারেশন বুক চিতিয়ে নেতৃত্ব দিচ্ছে তার সূচনালগ্ন থেকে। এই ঐতিহাসিক রূপান্তরের সংগ্রামে নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীকে সংগঠিত থাকার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধতাই আমাদের শক্তি, যা আমাদের এনে দেবে বিজয়।"
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র, শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই পীরসাহেব চরমোনাই এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান (৩০ জুলাই) বুধবার বিকেলে মোগড়াপাড়া গোহাট্রা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মুহা আব্দুল লতিফ এর সভাপতিত্বে মুহা. জয়নাল আবেদিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (নারায়ণগঞ্জ -৩) সোনারগাঁও আসনের হাতচপাখা মার্কার পদপ্রার্থী মুহা ফারুক আহমাদ মুন্সি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোগড়াপাড়া ইউনিয়ন মুজাহিদ কমিটির সদর হাজী মুহা আলী আহম্মদ মুন্সি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সহ-সভাপতি মাওঃ আবুল কালাম আজাদী।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মোগড়াপাড়া ইউনিয়নের কমিটিকে সপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।