স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে জয়নাল-দীপালী-কাঞ্চনসহ মুক্তি সংগ্রামের লড়াকু-শহীদের স্মরণে র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

র‌্যালি ও শ্রদ্ধাঞ্জলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান ও সৌরভ সেনসহ জেলা কমিটির নেতৃবৃন্দরা, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য সচিব আবিদ রহমান,সদস্য শেখ সাদি, তাহমিদ আনোয়ার, তোলারাম কলেজ সংগঠক রাইসা ইসলাম, মুন্নি আক্তার প্রত্যাশা সহ অন্যান্য কর্মী-সংগঠকরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় জেলা কার্যালয় থেকে র‌্যালি শুরু করে বি বি রোড প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পৌছায়। পরবর্তীতে শহীদ মিনারের বেদিতে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

সভাপতির বক্তব্যে ছাত্রনেতা ফারহানা মানিক মুনা বলেন, "আজকের এই দিনে আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ জয়নাল, দীপালী, কাঞ্চনসহ ২৪-এর অভ্যুত্থানের সকল শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। বাংলাদেশের ইতিহাসে যুগে যুগে মুক্তির লড়াই অব্যাহত ছিল এবং ভবিষ্যতেও তা চলবে। বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জের তরুণ ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে এই লড়াইয়ে নেতৃত্ব দেবে।"

তিনি আরও বলেন, "যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, জনগণের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে এবং ২৪-এর অভ্যুত্থানের সময় গণহত্যা চালিয়েছে, তাদের বিচার কার্যকর করার মধ্য দিয়ে যাত্রা হবে নতুন বাংলাদেশ বিনির্মানের।

লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ নির্মাণের লড়াইয়ে ছাত্র ফেডারেশন বুক চিতিয়ে নেতৃত্ব দিচ্ছে তার সূচনালগ্ন থেকে। এই ঐতিহাসিক রূপান্তরের সংগ্রামে নারায়ণগঞ্জের সকল শিক্ষার্থীকে সংগঠিত থাকার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধতাই আমাদের শক্তি, যা আমাদের এনে দেবে বিজয়।"


 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত

জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তার হাতে ২৪ এর জুলাই -আগস্ট আন্দোলনে শহীদদের স্মারক গ্রন্থসহ শহীদদের তথ্য ভিত্তিক ডকুমেন্টারি স্বারক দিলেন জামায়াত নেতৃবৃন্দ।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জেলা জেলা প্রশাসকের কার্যালয়ে জামায়াত নেতৃবন্দ এ স্বারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা আবদুল জব্বার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা  আমীর জনাব মমিনুল হক সরকার, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, এডভোকেট নিজাম উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২৪ এর জুলাই-আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র- জনতার উপর হামলার ঘটনায় প্রায় ১৮ শত শাহাদাৎ বরণ করে, জামায়াত সেই সকল শহীদদের নিয়ে স্বারক গ্রন্থ তৈরী করে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৩
  • নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস চালু হচ্ছে ১০ মাস পর
  • অটোরিকশার ধাক্কায় ছিটকে বাসের নিচে, দুই বন্ধু নিহত
  • সংখ্যানুপাতিক নির্বাচনসহ ১১ বিষয়ে ইসলামী আন্দোলন ও এবি পার্টির ঐকমত্য
  • আজমির ওসমান বাহিনীর অন্যতম ক্যাডার মাসুম প্রকাশ্যে. আতঙ্ক
  • মে দিবসের সমাবেশকে সফল করতে মহানগর বিএনপির মতবিনিময় সভা 
  • নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
  • নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তরুণের মৃত্যু
  • নারায়ণগঞ্জের কদম রসুল সেতুর সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবিতে স্মারকলিপি
  • জেলা প্রশাসককে ২৪’র শহীদদের স্মারক দিল জামায়াত