চলতি বছরের শুরুতেই আভাস দিয়েছিলেন, আবারও মা হতে চলেছেন। তবে আজ নতুন এক ইনস্টাগ্রামে বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ ক্রুজ জানালেন, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি। প্রথম সন্তান ছেলে ফিনিক্সের বয়স মাত্র ১৬ মাস। নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ফিনিক্সের সঙ্গে আদুরে সব ছবি পোস্ট করেন তিনি।
‘ভালোবাসা, শান্তি ও মহানুভবতা। আশা করছি, ২০২৫-এ আরও অনেক কিছু হবে। একবার দেখে নিন।’ এই ক্যাপশনে ইনস্টাগ্রামে নতুন ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যে ভিডিওর শেষে বোঝা যায়, আবারও অন্তঃসত্ত্বা তিনি।
২০২৩ সালের এপ্রিলে এই অভিনেত্রী প্রথমবার মা হওয়ার কথা জানান। আর তখনো বেশ রহস্য ছিল তাঁর স্বামীর পরিচয় ঘিরেই। কারণ, অভিনেত্রী যে বিবাহিত, তা-ই ছিল না কারও জানা। ‘শিগগিরই আসছি। তোমার সঙ্গে দেখা করার জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার ছোট্ট সোনাকে’, লিখেছিলেন তিনি।
আরও পড়ুন‘বরফি’তে অভিনয়ের কারণেই দক্ষিণি সিনেমার প্রস্তাব পাননি ইলিয়ানা৩০ এপ্রিল ২০২৪আর তার পর থেকে প্রশ্ন উঠতে থাকে, ‘কে বাবা’। এমনকি সন্তানের পিতৃপরিচয় সামনে না আনায় চলতে থাকে কটাক্ষও। যদিও তাতে খুব একটা পাত্তা দেননি তিনি।
তবে প্রথম ছেলের জন্মের পর স্বামীর পরিচয়ও জানান এই অভিনেত্রী। স্বামীর নাম মাইকেল ডোলান। ২০২৩ সালের আগস্টে জন্ম হয় কোয়া ফিনিক্স ডোলানের। আর এবার ২০২৫ সালে তাঁদের সংসারে নতুন সদস্য আসার পালা।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
এশিয়া কাপে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি পাকিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামছে পিএসজি, লিভারপুল, বায়ার্ন, চেলসি, ইন্টার ও আতলেতিকোর মতো ক্লাব।
সিপিএল: এলিমিনেটরঅ্যান্টিগা-ত্রিনবাগো
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২
ভারত-অস্ট্রেলিয়া
বেলা ২টা, স্টার স্পোর্টস ১
পাকিস্তান-আমিরাত
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অলিম্পিয়াকোস-পাফোস
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২
বায়ার্ন-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-আতলেতিকো
রাত ১টা, সনি স্পোর্টস ২
আয়াক্স-ইন্টার মিলান
রাত ১টা, সনি স্পোর্টস ৫
পিএসজি-আতালান্তা
রাত ১টা, সনি লিভ