‘অভিবাসীরা নোংরা, জঘন্য আবর্জনা’—এ ধরনের মন্তব্যকে এখন আর মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ঘৃণা ছড়ানো বক্তব্য হিসেবে চিহ্নিত করা হবে না। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক দিন আগে ফাঁস হওয়া এক নথি অনুযায়ী, মেটা এই নতুন নীতির ঘোষণা দেয়।

মেটার দাবি, এই পরিবর্তন দরকারি, কারণ মেটার সিইও মার্ক জাকারবার্গ মনে করেন, এই ধরনের মন্তব্যকে ঘৃণামূলক বক্তব্য হিসেবে বিবেচনা করার অর্থ হলো ‘মূলধারার আলোচনার বাস্তবতা থেকে বিচ্ছিন্ন’ থাকা।

আসলে এই পরিবর্তন আনা হয়েছে যাতে ট্রাম্পের নতুন অভিবাসননীতি সহজে কার্যকর করা যায়। এতে স্পষ্ট হয়, তথ্য নিয়ন্ত্রণকারী প্রযুক্তি কোম্পানি ও সীমান্ত নিয়ন্ত্রণকারী সরকার একসঙ্গে কাজ করছে। এটি দুপক্ষের জন্যই সুবিধাজনক ও লাভজনক।

এর প্রমাণ দেখা গেছে ট্রাম্পের শপথ গ্রহণের দিন, যেখানে বড় প্রযুক্তি কোম্পানির প্রধানেরা বিশেষ অতিথি ছিলেন। তাঁরা ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন।

অবশ্য অভিবাসীদের ওপর কঠোর নজরদারি করতে প্রযুক্তি কোম্পানিগুলোর সহায়তা নেওয়াটা নতুন কিছু নয়। ট্রাম্পের আগেও মার্কিন সরকার এসব কোম্পানির সঙ্গে মিলে এমন এক নজরদারির ব্যবস্থা তৈরি করেছে, যা শুধু অভিবাসীদের নয়, যে কারও ওপর নজর রাখতে পারে।

সরকার শুধু নিজের সংগ্রহ করা তথ্যের ওপর নির্ভর না করে বিভিন্ন তথ্য ব্যবসায়ীর কাছ থেকেও তথ্য কিনছে। এসব ব্যবসায়ী মানুষের বয়স, কেনাকাটার অভ্যাস, অবস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বিমা, আর্থিক তথ্যসহ নানা বিষয়ে বিশদ প্রোফাইল তৈরি করে বিক্রি করে। এই তথ্য পাওয়া যায় মুঠোফোন, গাড়ি বা বিদ্যুৎ-গ্যাসের মিটারের মতো উৎস থেকে।

প্যালান্টির, অ্যামাজন, সেলসফোর্সের মতো কোম্পানিগুলো এই বিচ্ছিন্ন তথ্য একত্র করে এমন সরঞ্জাম তৈরি করেছে, যা অভিবাসীদের শনাক্ত করতে ব্যবহার করা হয়। অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এখন এমন প্রযুক্তি খুঁজছে, যা ভবিষ্যদ্বাণীমূলক বিশ্লেষণ ও মডেলিং করতে পারে।

ধারণা করা হয়, ২০২০ সালের পর থেকে আইসিই ও সংশ্লিষ্ট সংস্থাগুলো অভিবাসনবিষয়ক প্রযুক্তির জন্য প্রায় ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার খরচ করেছে। এ জন্য তারা ২৬৩টি বেসরকারি কোম্পানির সঙ্গে প্রায় ১৫ হাজারটি চুক্তি করেছে।

২০০৪ সাল থেকে মার্কিন সরকার ই-কার্সারেশন বা ডিজিটাল কায়দায় ‘বন্দী’ রাখার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। এর মধ্যে ‘পায়ের নজরদারি ব্রেসলেট’ (একধরনের ডিভাইস, যা অভিযুক্ত ব্যক্তি বা বন্দীর পায়ের সঙ্গে সংযুক্ত করা হয়, যাতে তাঁদের চলাফেরা নজরদারি করা যায়) ব্যবহারের মতো প্রযুক্তি রয়েছে।

যখন ক্ষমতাধরেরা ‘মুক্ত মতপ্রকাশ’-এর একপেশে ব্যবহার করেন, তখন তা সেন্সরশিপ, দমনপীড়ন এবং ধ্বংসের হাতিয়ার হয়ে উঠতে পারে। ২০১৭ সালে মিয়ানমারে এবং এখন ফিলিস্তিনে এটি দেখা গেছে। এ ক্ষেত্রে মেটা এবং এক্সের মতো কোম্পানিগুলো প্রযুক্তি ব্যবহার করে দুর্বল গোষ্ঠীকে অবমাননা করা বক্তৃতাকে প্রচার করেছে। এটি পরিস্থিতিকে শারীরিক সহিংসতার দিকে নিয়ে যায়।

২০১৮ সালে বেসরকারি প্রতিষ্ঠান বিআই ইনকের সঙ্গে আইসিই মিলে ‘স্মার্টলিংক’ নামের একটি মোবাইল অ্যাপ চালু করে। সরকার বলছে, এটি কারাগারে রাখার চেয়ে মানবিক উপায়। কিন্তু বিভিন্ন গবেষণা দেখিয়েছে, এই অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন মুখের ছবি, কণ্ঠস্বর, চিকিৎসাসংক্রান্ত তথ্য, এমনকি গর্ভধারণ ও সন্তানের জন্ম–সম্পর্কিত তথ্য সংগ্রহ করে। অর্থাৎ এটি শুধু নজরদারি নয়, বরং ব্যক্তিগত গোপনীয়তার জন্যও হুমকি।

এ ছাড়া ট্রাম্প প্রশাসনের সময় অভিবাসীদের ডিএনএ সংগ্রহ শুরু হয়। এটি এখনো চালু আছে। সরকার দাবি করে, এই ডিএনএর তথ্য ভবিষ্যতে অভিবাসীদের দ্বারা সংঘটিত অপরাধ তদন্তে সাহায্য করবে। কিন্তু সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, অভিবাসীরা সাধারণত যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী নাগরিকদের তুলনায় কম অপরাধ করেন। তবু তাঁদের প্রতি সরকার কঠোর নজরদারি বজায় রাখছে এবং প্রযুক্তির মাধ্যমে তাঁদের চলাফেরা ও ব্যক্তিগত জীবন গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসননীতিতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ক্ষমতায় ফিরে তিনি দ্রুত তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন শুরু করেছেন এবং ইতিমধ্যে বেশ কিছু নির্বাহী আদেশ জারি করেছেন। এটি অভিবাসননীতিকে আগের চেয়ে আরও কঠোর করে তুলছে।

নতুন আদেশগুলোর মধ্যে অন্যতম হলো জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করা, স্কুল ও গির্জার মতো নিরাপদ স্থানগুলোয় অভিবাসন কর্তৃপক্ষের অভিযান চালানো, যেসব নাগরিক অভিবাসন কর্তৃপক্ষকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানাবেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, অভিবাসীদের আটকে না রেখে জামিনে মুক্তির যে ব্যবস্থা ছিল তা বন্ধ করা, আশ্রয়প্রার্থী অভিবাসীদের আবেদন গ্রহণ পুরোপুরি বাতিল করা এবং অনথিভুক্ত অভিবাসীদের দ্রুত বিতাড়নের (ডিপোর্টেশন) প্রক্রিয়া আরও কঠোর করা।

ট্রাম্পের এসব নির্বাহী আদেশ আইনিভাবে চ্যালেঞ্জ করা সম্ভব। তবে আদালতে যেন এসব আদেশ সহজে বাতিল না হয়, তাই তিনি ঘৃণামূলক বক্তব্যকে স্বাভাবিক করার চেষ্টা করছেন। এ ক্ষেত্রে বড় প্রযুক্তি কোম্পানিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা মুক্ত মতপ্রকাশের নামে বিদ্বেষমূলক বক্তব্যকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তুলছে, যাতে ট্রাম্পের কঠোর অভিবাসননীতিগুলো জনসমর্থন পায় এবং আইনি বাধার মুখে না পড়ে।

যখন ক্ষমতাধরেরা ‘মুক্ত মতপ্রকাশ’-এর একপেশে ব্যবহার করেন, তখন তা সেন্সরশিপ, দমনপীড়ন এবং ধ্বংসের হাতিয়ার হয়ে উঠতে পারে। ২০১৭ সালে মিয়ানমারে এবং এখন ফিলিস্তিনে এটি দেখা গেছে। এ ক্ষেত্রে মেটা এবং এক্সের মতো কোম্পানিগুলো প্রযুক্তি ব্যবহার করে দুর্বল গোষ্ঠীকে অবমাননা করা বক্তৃতাকে প্রচার করেছে। এটি পরিস্থিতিকে শারীরিক সহিংসতার দিকে নিয়ে যায়।

একটি উগ্র রাজনৈতিক পরিবেশ এবং করপোরেট প্রযুক্তি যখন অভিবাসনবিরোধী, বর্ণবৈষম্য, নারীবিরোধী, এলজিবিটিকিউ ও মুসলিমবিরোধী বক্তৃতাকে সমর্থন করে, তখন তা আগামী বছরের মধ্যে এক বিস্ফোরক জনমত তৈরি করবে।

এ কারণে মেটা এবং এক্স এখন সঠিকভাবে বিষয়গুলো মডারেট (নিয়ন্ত্রণ) না করে বরং ট্রাম্পকে এমন শক্তি দিচ্ছে, যা কিনা স্প্রিংফিল্ড, ওহাইওতে দেখা গেছে। সেখানে সামাজিক যোগাযোগমাধ্যম অভিবাসনবিরোধী আন্দোলনকে তীব্র করে তুলেছিল।

এ সমস্যার সমাধান শুধু মিডিয়া সাক্ষরতার মাধ্যমে ফেসবুক বা এক্সের মতো প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভুয়া তথ্য মোকাবিলা করার বিষয় নয়। সত্য-উত্তর ও সাক্ষরতা-উত্তর বিশ্বে যে ভাষ্যে বেশি ‘লাইক’ বা ‘শেয়ার’ হয়, তা অন্তত ব্যবহারকারীদের জন্য বাস্তবতা হয়ে ওঠে।

ডেমোক্র্যাটরা নব্য উদার নীতির মাধ্যমে একধরনের বাজারনীতি সমর্থন করেছে, যা ব্রোলিগার্ক শ্রেণির (বিশ্বের ধনী ও ক্ষমতাশালী গোষ্ঠী) উত্থান ঘটিয়েছে। এই ব্রোলিগার্ক শ্রেণি তাদের শক্তি অর্জন করেছে ঔপনিবেশিক তথ্য দখলের মাধ্যমে। যদিও ট্রাম্প এবং তার সমর্থকদের দায়ী করা সহজ, তবু মনে রাখতে হবে, ডেমোক্র্যাটদের নীতিই এ পরিস্থিতির জন্ম দিয়েছে।

এখন দুই দলের পক্ষ থেকেই অভিবাসীদের মৌলিক মানবাধিকার রক্ষার জন্য কোনো কার্যকর রাজনৈতিক এজেন্ডা নেই। তাই প্রতিরোধের উদ্যোগ স্থানীয় পর্যায় থেকে শুরু হতে হবে। এই প্রতিরোধের জন্য স্থানীয় আদালতে অবৈধ বহিষ্কারের বিরুদ্ধে লড়াই, মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য প্রতিরোধ এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সিভিক সংগঠনগুলোর মধ্যে সম্পর্ক শক্তিশালী করা গুরুত্বপূর্ণ।

আল–জাজিরা থেকে নেওয়া, ইংরেজি থেকে সংক্ষিপ্ত আকারে অনূদিত

উলিসেস এ মেহিয়াস সানিও ওসওয়েগোর যোগাযোগ অধ্যয়নের অধ্যাপক।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নজরদ র র জন য স র মত ক ষমত ব যবস সরক র

এছাড়াও পড়ুন:

বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প

বেইজিংয়ের জন্য ওয়াশিংটন একটি ‘হুমকি’ বলে স্বীকার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ মাত্র কয়েক দিন আগে তিনি চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন।

সিবিএস নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘চীন সব সময় আমাদের ওপর নজরদারি করছে।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন মেধাস্বত্ব ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তারা করেছে।

এবার ট্রাম্পও চীনের নজরদারির বিষয়টি স্বীকার করে নিলেন।

আরও পড়ুনযুক্তরাষ্ট্রকে পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশে আতঙ্ক-উত্তেজনা, ট্রাম্প আসলে কী চান০১ নভেম্বর ২০২৫

এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরাও তাদের জন্য হুমকি। আপনি যেসব বিষয় নিয়ে বললেন, তার অনেক কিছু আমরাও তাদের ক্ষেত্রে করি।’

ট্রাম্প আরও বলেন, ‘দেখুন, এটা খুবই প্রতিযোগিতাপূর্ণ বিশ্ব, বিশেষ করে যখন চীন ও যুক্তরাষ্ট্রের বিষয় আসে। আমরা সব সময় তাদের ওপর নজর রাখছি এবং তারা সব সময় আমাদের ওপর নজর রাখছে। এখন পর্যন্ত, আমি মনে করি, আমরা খুব ভালোভাবে মিলেমিশে আছি। আর আমি মনে করি, তাদের হটিয়ে দেওয়ার বদলে তাদের সঙ্গে কাজ করে আমরা আরও বড়, আরও ভালো এবং আরও শক্তিশালী হয়ে উঠতে পারব।’

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহ ব্যবস্থার কিছু অংশে অনুপ্রবেশের অভিযোগ করে আসছে। বেইজিংয়ের বিরুদ্ধে মার্কিন মেধাস্বত্ব এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগও তারা করেছে।চীনের পারমাণবিক অস্ত্র

ট্রাম্প চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার নিয়েও কথা বলেছেন। তিনি বলেন, বেইজিং দ্রুত তাদের অস্ত্রভান্ডার বাড়াচ্ছে।

ট্রাম্প বলেন, ‘দেখুন, অন্য যেকোনো দেশের চেয়ে আমাদের হাতে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। রাশিয়া আছে দ্বিতীয় স্থানে। চীন তৃতীয় স্থানে, যদিও তারা এখনো অনেক দূরে আছে, কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান অবস্থানে পৌঁছে যাবে। আপনি জানেন, তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমি মনে করি আমাদের নিরস্ত্রীকরণের বিষয়ে কিছু করা উচিত।’

১৯৪৫ সালের ১৬ জুলাই পারমাণবিক বোমার পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র

সম্পর্কিত নিবন্ধ

  • বিশ্বকে ১৫০ বার ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র আমাদের আছে: ট্রাম্প