মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) আগামী আসরের জন্য স্কোয়াড পুনর্গঠন করেছে লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স। সেই তালিকায় বাদ পড়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম আসরে দলটির হয়ে চার ম্যাচে ব্যাট হাতে ৬০ রান করার পাশাপাশি বল হাতে মাত্র একটি উইকেট নিয়েছিলেন তিনি। সন্তোষজনক পারফরম্যান্স করতে না পারায় এবার তাকে ছেড়ে দিয়েছে নাইট রাইডার্স।
শুধু সাকিবই নন, দলে বড় পরিবর্তন এনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, ইংল্যান্ডের জেসন রয় ও অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পাকেও ছেড়ে দিয়েছে তারা। তবে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, সুনিল নারিন ও অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে দলে রেখে দিয়েছে লস অ্যাঞ্জেলস।
আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের তোপে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশের হয়ে শেষটা রাঙানোর সুযোগ পাননি সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশ থেকে দূরেই থাকতে হচ্ছে তাকে।
সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, ‘সাকিব এখন অবসর সময় কাটাচ্ছেন। আমার সঙ্গে শেষ আলাপে তিনি কোনো লিগে খেলার কথা বলেননি।’ ক্রিকেটের বাইরে এখন কখনো দুবাই, কখনো ইংল্যান্ডের বিভিন্ন শহরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে সাকিবকে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: স ক ব আল হ স ন
এছাড়াও পড়ুন:
প্রথম দিনে কত আয় করল অজয়ের সিনেমা?
‘রেইড’ সিনেমার সিক্যুয়েল নিয়ে ফিরেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। গতকাল ভারতের ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে ‘রেইড টু’।
এ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছেন বাণী কাপুর। চলতি বছর এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় সর্বোচ্চ আয় করেছে ‘রেইড টু’। এ তালিকার প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘ছাবা’ (২৯ কোটি রুপি) ও ‘সিকান্দার’ (২৫ কোটি রুপি)।
২০১৮ সালে মুক্তি পায় ‘রেইড’ সিনেমা। সেই বছরের মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমার মধ্যে প্রথম দিনে তৃতীয় অবস্থানে ছিল সিনেমাটি। বক্স অফিসের সেই ধারাবাহিকতা বজায় রেখে যাত্রা শুরু করেছে রাজ কুমার গুপ্তা নির্মিত এই সিনেমা।
আরো পড়ুন:
বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় শাহরুখ
কত টাকা আয় করল অক্ষয়ের সিনেমা?
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘রেইড টু’ সিনেমা আয় করেছে ১৮.২৫ কোটি রুপি (নিট)। তবে বলি মুভি রিভিউজের তথ্য মতে, আয় কিছুটা কম করেছে। তাদের হিসাব অনুযায়ী প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৭.৬ কোটি রুপি (নিট)।
‘রেইড টু’ সিনেমার আইটেম গানে কোমর দুলিয়েছেন তামান্না ভাটিয়া। সিনেমা মুক্তির আগে কয়েক দিন আগে টি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘নাশা’ শিরোনামের গানটি। এতে কণ্ঠ দিয়েছেন— জেসমিন স্যান্ডলাস, সচেত ট্যান্ডন, দিব্যা কুমার, সুমন্ত মুখার্জি। বরাবরের মতো এ গানও দারুণ সাড়া ফেলেছে।
‘রেইড’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রজ। তবে দ্বিতীয় পার্টে তার জায়গা নিয়েছেন বাণী কাপুর। ‘রেইড টু’ সিনেমায় আরো অভিনয় করেছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তাছাড়া সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিং অভিনয় করেছেন।
ঢাকা/শান্ত