চারঘাট উপজেলার শলুয়া-বালুদিয়াড় বিল। দেড় যুগ আগে সেচ সংকট মেটাতে এ বিলে গভীর নলকূপ স্থাপন করে বিএমডিএ। তখন এর নলকূপের আশপাশে কোনো পুকুর ছিল না। গত এক যুগে এর চারপাশের অন্তত ৮০ ভাগ জমিতে পুকুর খনন করা হয়েছে। ফলে চলতি বছর নলকূপের আওতায় ১৪ বিঘা জমিতে বোরো ধানের আবাদ হচ্ছে। অথচ প্রায় ১১৫ বিঘা জমির পুকুরে হয়েছে মাছ চাষ।
সদর ইউনিয়নের চৌধুরীর বিলেও দেড় যুগ আগে স্থাপন করা হয় গভীর নলকূপ। তখন মাত্র দুটি পুকুর ছিল। এখন এর আওতায় থাকা জমির ৯৫ শতাংশ জমিতে পুকুর খনন করা হয়েছে। চলতি বছর এ নলকূপের আওতায় বোরো ধান চাষ হয়েছে মাত্র পাঁচ বিঘা জমিতে। আশপাশের প্রায় শত বিঘা জমিতে হচ্ছে মাছ চাষ। শুধু শলুয়া কিংবা চৌধুরীর বিল নয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ৬৪টি গভীর নলকূপের আশপাশের ফসলি জমিতে হাজারো পুকুর খনন হয়েছে।
ফসলে সেচের জন্য ভর্তুকি (রিবেট) সুবিধা নিয়ে বসানো গভীর নলকূপের পানি এভাবে কম খরচে মৎস্য খামারে ব্যবহার করা হচ্ছে। এতে কৃষকরা পানি না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। লোকসানে পড়ে ফসলি জমি মৎস্যচাষিদের কাছে ইজারা দিতে বাধ্য হচ্ছেন তারা। চৌধুরীর বিলের কৃষক রেজাউল করিম বলেন, এক যুগ আগেও পুরো বিলে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হতো। এখন সব মৎস্য খামার হয়ে গেছে। গভীর নলকূপের পানিতে এসব খামার টিকে আছে। কৃষিজমিতে পানি চাইলে সামান্য পানির জন্য নলকূপ চালু করতে চায় না। যারা এখনও ফসল আবাদ করছেন, তারা শ্যালো মেশিনের পানিতে সেচকাজ চালাচ্ছেন।
মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে জানা যায়, উপজেলায় এখন পুকুর আছে ৩ হাজার ৪০২টি। অর্ধযুগ আগে ছিল ২ হাজার ৭৬২টি। আর এক যুগ আগে ছিল ১ হাজার ৯৩০টি। সে হিসাবে অর্ধযুগের ব্যবধানে ৬৪০টি এবং এক যুগে ১ হাজার ৪৭২টি নতুন পুকুর হয়েছে। এর অধিকাংশই খনন হয়েছে গভীর নলকূপ আছে, এমন বিল এলাকায়।
বিএমডিএর স্থাপন করা শলুয়া, ভাটপাড়া, নিমপাড়া ও চৌধুরীর বিল নলকূপ এলাকায় গিয়ে দেখা যায়, অধিকাংশের আশপাশে চাষযোগ্য কৃষিজমি নেই, বেশির ভাগ কৃষিজমিতে পুকুর খনন করা হয়েছে। নতুন করে খননের কাজ চলছে। সেচকাজে নলকূপ না চললেও পুকুরগুলোতে এর পানি যাচ্ছে। কৃষিজমিতে সেচ দেওয়া হচ্ছে শ্যালো মেশিন দিয়ে। অনেক স্থানে বিএমডিএর পানির সংযোগ লাইন পুকুরের মাঝে চলে গেছে।
কৃষকরা বলছেন, মৎস্য খামার ক্ষুদ্র শিল্পের মধ্যে পড়ায় সেখানে পানি সরবরাহের কাজে বিদ্যুতের খরচ বেশি। গভীর নলকূপে ব্যবহৃত বিদ্যুতে সরকারের রিবেট সুবিধা থাকায় অর্ধেক খরচে পানি পাওয়া যায়। কৃষকদের প্রলোভন দেখিয়ে মাছ ব্যবসায়ীরা আশপাশের জমি লিজ নিয়ে পুকুর খনন করে খামার করেছেন। এতে জলাবদ্ধতার পাশাপাশি শ্রেণি পরিবর্তন হওয়ায় ফসল উৎপাদন কমছে।
ভাটপাড়া এলাকার মাছচাষি আব্দুল কাদের বলেন, শুষ্ক মৌসুমে কোনো পুকুরেই পানি থাকে না। বেশি দামে বিদ্যুৎ দিয়ে পানি তুলে মাছ চাষ করা কঠিন। সেজন্য তারা লাভবান হতে গভীর নলকূপের পানি ব্যবহার করছেন। নলকূপ অপারেটর আকরাম হোসেনের কথা, চৌধুরীর বিলে এখন সবই পুকুর হয়ে গেছে। সামান্য কয়েক বিঘা আবাদি জমি আছে। কৃষকরা ক্ষেতে ২০-৩০ মিনিট পানি দেয়। এজন্য সব সময় নলকূপ চালু রাখা সম্ভব হয় না।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর তথ্য অনুযায়ী, নলকূপগুলোয় ভর্তুকি থাকায় প্রতি ইউনিটে খরচ হয় ৪ টাকা ৮২ পয়সা। মৎস্য খামার ক্ষুদ্র শিল্পের আওতায় পড়ায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৯ টাকা ৮৮ পয়সা। এ খরচ সেচকাজে ব্যবহৃত বিদ্যুতের দামের চেয়ে দ্বিগুণেরও বেশি। সমিতির চারঘাট জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রঞ্জন কুমার সরকার বলেন, মাছ চাষে রিবেট সুবিধা নেই। এ বিষয়ে ব্যবস্থা নিতে বিদ্যুৎ বিভাগের কাছে আবেদন করা হয়েছে।
শলুয়া-বালুদিয়াড় বিলে গভীর নলকূপের পাশে পেঁয়াজের ক্ষেতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিচ্ছিলেন সবুর আলী। তিনি বলেন, সারারাত গভীর নলকূপ চালিয়ে মৎস্য খামারে পানি দেওয়া হয়। দিনে এক-দেড় ঘণ্টার জন্য নলকূপ চালু করতে চান না অপারেটর। বাধ্য হয়ে পাইপ দিয়ে শ্যালো মেশিনের পানি দিতে হয়। এতে খরচ বাড়ছে। সরকার ভর্তুকি দিলেও কৃষকের লাভ হচ্ছে না।
বিএমডিএ অপারেটর রবিউল ইসলাম নিজেই নলকূপের পাশের প্রায় ১৮ বিঘা জমিতে মৎস্য খামার গড়েছেন। তাঁর ভাষ্য, আগে এ মাঠে বোরো ধানের আবাদ হতো বেশি। এখন সবাই মাছ চাষ করছে বলে তিনিও এ কাজে যুক্ত হয়েছেন। তাঁর নলকূপের আওতায় ১৪ থেকে ১৬ বিঘা জমিতে ধানের আবাদ হয়েছে। কৃষকের জমিতে পানি না দেওয়ার অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।
স্থানীয় কৃষকের ফসল আবাদে অন্যতম সমস্যা পানি উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, কৃষকের ভর্তুকির পানিতে মাছ চাষ হচ্ছে। কৃষক বিকল্প উৎস থেকে পানি সংগ্রহ করায় খরচ বাড়ছে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের চারঘাট জোনের সহকারী প্রকৌশলী মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: মৎস য খ ম র নলক প চ ল প র আওত য় ব এমড এ এক য গ আশপ শ ব যবহ
এছাড়াও পড়ুন:
ট্রাম্পকে ইউক্রেনের পাশে থাকার আহ্বান রাজা চার্লসের
বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একই সঙ্গে তিনি ‘স্বৈরাচারের (রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) বিরুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন’ দেওয়ার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। খবর বিবিসির।
বুধবার (১৭ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্টের সফরের প্রথম দিনে উইন্ডসর ক্যাসলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন রাজা।
আরো পড়ুন:
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
সম্পদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের ওপর ক্ষেপলেন ট্রাম্প
জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।
উইন্ডসর ক্যাসলে ১৬০ জন অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এই নৈশভোজে রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়।
ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।
রাজকীয় অ্যাপায়ন শেষে ট্রাম্পের আজকের কর্মসূচি রাজনৈতিক আলোচনায় রূপ নেবে। আজ বৃহস্পতিবার ট্রাম্প ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সরকারি বাড়ি চেকার্সে বৈঠক করবেন। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনও হবে।
বুধবারের (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় ভোজ ছিল আড়ম্বর ও রাজনীতির সমন্বয়ে সাজানো এক বিশেষ আয়োজন। ভোজে রাজা, রানি ও রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ট্রাম্পকে স্বাগত জানানো হয় উইন্ডসরে।
উইন্ডসর ক্যাসলের মনোরম প্রাঙ্গণে পৌঁছে প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়া রাজকীয় ঘোড়ার গাড়ি থেকে নামেন। সেখানে সুশৃঙ্খলভাবে সাজানো সেনাদলের অভিবাদন গ্রহণ করেন তারা।
যুক্তরাজ্যের কর্মকর্তাদের মতে, বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য দেশটিতে আয়োজিত স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা ছিল এটি।
যুক্তরাষ্ট্রের অতিথিকে স্বাগত জানাতে প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসও উপস্থিত ছিলেন। তারা প্রেসিডেন্ট ও মেলানিয়ার সঙ্গে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ এক বৈঠকও করেন।
ভোজসভায় বক্তৃতা করতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প প্রিন্স উইলিয়ামের প্রশংসা করেন। তিনি বলেন, ভবিষ্যতে তিনি হবেন ‘অসাধারণ সফল নেতা’। প্রিন্সেস অব ওয়েলস ক্যাথরিনকে তিনি আখ্যা দেন ‘উজ্জ্বল, সুস্বাস্থ্যের অধিকারী ও সুন্দরী’ হিসেবে।
ট্রাম্পের ঐতিহাসিক এ দ্বিতীয় রাষ্ট্রীয় সফর প্রমাণ করেছে রাজা ও তাঁর মধ্যে সম্পর্ক বেশ ভালো। সফরে আনুষ্ঠানিক কুচকাওয়াজে তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মুহূর্তও দেখা গেছে।
এরপর রাজপ্রাসাদে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। ট্রাম্প যখন রাজার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়ের ছয়টি কামান থেকে একযোগে ৪১ বার তোপধ্বনি করা হয়। একই সময়ে টাওয়ার অব লন্ডন থেকে একই রকম তোপধ্বনি হয়।
ট্রাম্প দম্পতিকে স্বাগত জানানোর এ আয়োজনে অংশ নেন ব্রিটিশ সামরিক বাহিনীর ১ হাজার ৩০০ সদস্য। ছিল শতাধিক ঘোড়া।
যুক্তরাজ্যের কর্মকর্তাদের মতে, বিদেশি কোনো রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানানোর জন্য দেশটিতে আয়োজিত স্মরণকালের সবচেয়ে বড় সামরিক সংবর্ধনা ছিল এটি।
বিবিসি বলছে, রাজকীয় অনুষ্ঠানের পাশাপাশি, বাণিজ্য ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টকে প্রভাবিত করার প্রচেষ্টা থাকবে।
যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফর হলো একধরনের নরম শক্তির কূটনীতি, যা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য রাজকীয় আকর্ষণ ব্যবহার করে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক সেবা, প্রযুক্তি এবং জ্বালানি খাতে ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তুলে যুক্তরাজ্যকে আমেরিকান বিনিয়োগের প্রধান গন্তব্য হিসেবে উপস্থাপন করতে চেষ্টা করছেন। এর মাধ্যমে তিনি নিজ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করতে চাইছেন।
মার্কিন প্রেসিডেন্টের সফর শুরু হওয়ার সাথে সাথে, মার্কিন প্রযুক্তি সংস্থাগুলোর সঙ্গে যুক্তরাজ্যে ৩১ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের একটি বড় প্রযুক্তি চুক্তি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে মাইক্রোসফট থেকে ২২ বিলিয়ন পাউন্ড বিনিয়োগও অন্তর্ভুক্ত রয়েছে। এতে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং পারমাণবিক শক্তিতে সহযোগিতা দেখা যাবে।
ট্রাম্পের সফরের আগে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট যুক্তরাজ্যের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণায় ৫ বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছে।
আজ বৃহস্পতিবার ট্রাম্প-স্টারমারের বৈঠক থেকে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসায়িক চুক্তির ঘোষণাও আসবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা/ফিরোজ