বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের দুই হাজারের বেশি সিনেমা যুক্ত করেছে টফি। প্রিমিয়াম বিনোদনকে মাত্র এক ক্লিকে সবার জন্য যে কোনো জায়গায় সহজলভ্য করতে এমন উদ্যোগ।
লায়নসগেট প্লের অংশীজন হয়ে টফির সব ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত (ক্রিটিক্যালি অ্যাক্লেইমড) চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। স্থানীয় চাহিদা অনুসারে নিরবচ্ছিন্ন সাবস্ক্রিপশন ও পেমেন্ট সিস্টেমের মাধ্যমে এসব সিনেমা দেখতে পারবেন আগ্রহী দর্শক।
মাসে ৯৯ টাকায় বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করতে পারবেন। নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রয়েছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া বলেন, ইন্টারন্যাশনাল ওটিটি প্ল্যাটফর্ম অনেক সময় বেশ ব্যয়বহুল হয়ে যায়। বাংলাদেশের নিজস্ব ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম হিসেবে টফি প্রিমিয়াম সব কনটেন্টকে সহজলভ্য করছে, যেন শুধু ক্লিক করলেই যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিনোদন উপভোগ করা যায়।
লায়নসগেট প্লের পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সের জ্যেষ্ঠ সহসভাপতি বৈভবী পারিখ বলেন, বাংলাদেশে বিশ্বমানের স্ট্রিমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে টফির সঙ্গে অংশীজন হয়েছি। সাশ্রয়ী মূল্যে বলিউডের নির্বাচিত ফিল্ম ছাড়াও অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করতে পারবেন গ্রাহক। লায়নসগেট প্লে নিজেদের বৈশ্বিক উপস্থিতি বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তারই ধারাবাহিকতায় বৈশ্বিক মানের কনটেন্ট উপভোগে আগ্রহী দর্শক মানসম্মত বিনোদন নিশ্চিতে এমন অংশীজন উদ্যোগ নেওয়া।
লায়নসগেট প্লের সঙ্গে অংশীজন হয়ে বিশ্বমানের বিনোদনকে সুলভে পৌঁছে দিতে উদ্যোগটি সময়োপযোগী। ভবিষ্যতে বিনোদনসমৃদ্ধ কনটেন্ট ওটিটি প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে সমৃদ্ধ লাইব্রেরি তৈরি হবে বলে উদ্যোক্তারা জানান।
উৎস: Samakal
কীওয়ার্ড: কনট ন ট অ শ জন উপভ গ
এছাড়াও পড়ুন:
গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় অপু গ্রেপ্তার
রাজধানীর গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর ওয়ারী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে গুলশানে ৫০ লাখ টাকা চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ওয়ারী থেকে ডিবির ওয়ারী বিভাগের সদস্যরা গ্রেপ্তার করেছেন। তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি চক্র রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোডে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। তাদের নেতৃত্বে ছিলেন জানে আলম অপু ওরফে কাজী গৌরব অপু এবং আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ। এ সময় শাম্মী আহমেদ দেশের বাইরে থাকায় তার স্বামী সিদ্দিক আবু জাফরকে জিম্মি করে ভয় দেখানো হয়।
চক্রটি বাসায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করে প্রথম ধাপে ১০ লাখ টাকা আদায় করে নেয়। এর মধ্যে ৫ লাখ টাকা ভাগ পান অপু এবং বাকি ৫ লাখ পান রিয়াদ। চাঁদার দ্বিতীয় কিস্তি আনতে ২৬ জুলাই সন্ধ্যায় আবারও গুলশানের ওই বাসায় গেলে চক্রের পাঁচ সদস্যকে আটক করে পুলিশ। তারা হলেন- আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, ইব্রাহীম হোসেন মুন্না, সাকদাউন সিয়াম, সাদমান সাদাব এবং আমিনুল ইসলাম। তাদের সবাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন পদে ছিলেন। গ্রেপ্তারের পরপরই তাদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, চাঁদাবাজির এ ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, এজাহারনামীয় ছয় আসামি ও অজ্ঞাত ১০-১২ জন সমন্বয়ক পরিচয়ে ১৭ জুলাই সকালে আমার গুলশান-২ নম্বরের বাসায় আসে। যার মধ্যে আব্দুর রাজ্জাক রিয়াদ ও কাজী গৌরব অপু আমাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার দাবি করে। তাদের দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গ্রেপ্তারের হুমকি দেখায়। একপর্যায়ে আমি বাধ্য হয়ে ১০ লাখ টাকা দিই। পরে ১৯ জুলাই রাতে রিয়াদ ও অপু আমার বাসায় এসে ধাক্কাধাক্কি করে, যা আমি পুলিশকে ফোন করে জানাই। এ সময় অভিযুক্তরা সেখান থেকে সটকে পড়ে।
এজাহারে আরো বলা হয়েছে, ২৬ জুলাই শনিবার বিকেলে রিয়াদের নেতৃত্বে আসামিরা আমার বাসার সামনে এসে আমাকে খুঁজতে থাকে। আমি বাসায় না থাকায় বাসার দারোয়ান আমাকে ফোন করে বিষয়টি জানায়। এ সময় আসামিরা তাদের দাবিকৃত আরো ৪০ লাখ টাকা না দিলে আমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হবে বলে হুমকি দিতে থাকে।
ঢাকা/এমআর/রফিক