ড্যাব নেতা বাবা ও মামার ইচ্ছে পূরণে হেলিকপ্টার ও পালকিতে নববধূ এল বাড়িতে
Published: 15th, February 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ায় শখ পূরণ করতে শুক্রবার হেলিকপ্টারে ও পালকিকে চড়িয়ে নববধূকে বাড়িতে আনলেন অভিষেক রায় প্রীতম নামে এক বর। এ সময় হেলিকপ্টার দেখতে শতশত লোক ভিড় জমান।
বর অভিষেক রায় প্রীতম পেশায় একজন চার্টাড একাউনটেন্টেড। তিনি বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা.
নববধূ শ্রেয়া সাহা প্রমি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটি গ্রামের বাসিন্দা পংকজ কুমার সাহা ও সুজলা রানী সাহার মেয়ে। গত বৃহস্পতিবার রাতে কনের বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
প্রীতম জানান, বাবার ইচ্ছে অনুযায়ী হেলিকপ্টারে ও ছোট মামা প্রশান্ত সাহার ইচ্ছে অনুযায়ী পালকিতে করে নববধূকে বাড়ি আনা হয়েছে। আমার বিয়ের অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কনে শ্রেয়া সাহা প্রমি বলেন, ‘এমন আয়োজনের জন্য আমি শ্বশুর বাড়ির লোকদের কাছে কৃতজ্ঞ। এর আগে আমি কখনও পালকিতে ও হেলিকপ্টারে ভ্রমণ করিনি। তাই আমার বেশ ভাল লেগেছে। আজকের দিনটি সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমি সবার কাছে আশীর্বাদ কামনা করছি।’
বরের বাবা ড্যাব নেতা ডা. পিবি রায় সুপ্রিয় বলেন, ‘আমার ইচ্ছে ও স্বপ্ন ছিল হেলিকপ্টারে করে ছেলের বউকে আনা। সেই ইচ্ছা ও স্বপ্ন থেকেই বধূবরণের জন্যে এই আয়োজন করেছি।’
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
ঢাকার তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তেজগাঁও সাউদার্ন পাম্পের পাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত খন্দকার সাইদুর রহমান (৩৮) পেশায় মার্চেন্ডাইজার ছিলেন। তাঁর বাড়ি ঢাকার পল্লবীর বাউনিয়ার আলাবদিরটেক এলাকায়। তাঁর বাবার নাম খন্দকার মোফাজ্জল হায়দার।
মৃতের ভাই মোস্তাফিজুর রহমান জানান, রাতে সাইদুর মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। পথে একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে সাইদুরের সঙ্গে তাঁর এক সহকর্মীও ছিলেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান বলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মারুফ জানিয়েছেন।
আবদুল্লাহ আল মারুফ বলেন, যে ট্রাকটি সাইদুরের মোটরসাইকেলে ধাক্কা দিয়েছিল, তা আটক করা হয়েছে, তবে এর চালক পালিয়ে গেছেন।
পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই সাইদুরের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আল মারুফ।