যুক্তরাষ্ট্র-কানাডা ভিত্তিক টিভি চ্যানেল ‘এটিভি ইউএসএ’র ‘বাংলাদেশ ঘোষণা’ নামে একটি আয়োজন অনুষ্ঠিত হয় শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর লা ভিঞ্চি হোটেলে। এই অনুষ্ঠানে মূলত এটিভি ইউএসএ’র উদ্যোগে বাংলাদেশ-আমেরিকার কিছু যৌথ ইভেন্ট ও আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়।

‘বাংলাদেশ ঘোষণা’ এই আয়োজনে উপস্থিত ছিলেন এটিভি ইউএসের এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান।  শিল্পীদের মধ্যে ছিলেন ফাতেমা তুজ জোহরা, হামিন আহমেদ, রেজানুর রহমান, রিজিয়া পারভীন, ফাহমিদা নবী, কানিজ আলমাস খান, রুনা খান, সাদিয়া জাহান প্রভা, সিফাত তাহসিন, নিরব, ধ্রুব গুহ, চয়নিকা চৌধুরী, ফ্যাশন কোরিওগ্রাফার পিয়াল হোসেনসহ অনেকেই। 

ওই ঘোষণার মূল ফোকাসে ছিল রিয়েলিটি শোয়ের লোগো উন্মোচন।  ‘বিশ্বজুড়ে বাংলা গান’ এই স্লোগানকে সামনে রেখে এটিভি ইউএসএ  আয়োজন করছে  গানের এই রিয়েলিটি শোটির। শনিবারের সেই আয়োজনে উপস্থিত বিশিষ্ট শিল্পী ও গুণীজনদের অংশগ্রহণে  আয়োজনটির লোগো উন্মোচনের মাধ্যমে রিয়েলিটি শোয়ের যাত্রা সূচনা করা হয়।  রিয়েলিটি শোয়ের কো-অর্ডিনেটর ও অন্যতম বিচারক রবীন্দ্রসংগীতশিল্পী ড.

অণিমা রায় আয়োজনটি নিয়ে বিস্তারিত জানান।

অনুষ্ঠানে নিজের বক্তব্যে ফাতেমা তুজ জোহরা বলেন, “বাংলা ভাষার জন্য অনেকেই কাতর। চিন, জাপানসহ অনেক ভাষার মানুষের সঙ্গে আমার পরিচয় হয়েছে তার বাংলা গান তো বটেই নজরুলের গান তারা অনেক পছন্দ করেন। এমন একটি সময় বাংলা গান নিয়ে এটিভি ইউএসএ আয়োজন করতে যাচ্ছে ‘বিশ্বজুড়ে বাংলা গান’। তাদের এ জন্য শুভ কামনা। আমার বিশ্বাস, প্লানিংটা ঠিক হলে এই আয়োজন চমকারভাবে হবে।”

হামিন আহমেদ বলেন, ‘আমার মনে হয়, বিদেশে থেকে এমন একটি টিভির গান নিয়ে যে ভাবনাচিন্তা যেটা আমাকে মুগ্ধ করছে। কারণ, এর আগে আমরা দেখে এসেছি রিয়েলিটি শো সাধারণত একটি শহর বা দেশের সংগীত নিয়েই হয়। কিন্তু বিশ্বজুড়ে বাংলা গান নিয়ে মনে হয় এটা প্রথম। আমি মনে করি, এত করে বাংলা গানের প্রচার, প্রসার ও বাংলা গানের প্রতি যাদের আগ্রহ আছে তারা বাংলা গান ধারণ করবে।’

বর্ণাঢ্য এই আয়োজনটি উপস্থাপনায় ছিলেন সাংবাদিক নাজনীন মুন্নি। 

অনুষ্ঠানের আয়োজন প্রসঙ্গে এটিভি ইউএসএ’র কর্ণধার দম্পতি আকাশ রহমান ও এশা রহমান বলেন, ‘আমরা চাইলেই বিদেশের মাটিতেই এই ঘোষণা অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষের সম্পৃক্ততা নিয়েই এই আয়োজনটি আমরা শুরু করতে চাই। আমরা কৃতজ্ঞ দেশের শিল্পী-সাংবাদিকদের প্রতি যে তারা আমাদের এই শুভ সূচনালগ্নে হাজির হয়েছেন।’

 এই আয়োজনে পরবর্তীতে আমেরিকা ও বাংলাদেশের যৌথ উদ্যোগে ‘আমেরিকান কারি অ্যাওয়ার্ড’র ঘোষণা অনুষ্ঠিত হয়। আমেরিকান বাংলাদেশি প্রখ্যাত শেফ খলিলুর রহমান ও এটিভি ইউএসএ’র কর্ণধার আকাশ রহমানের যৌথ উদ্যোগে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানানো হয়।

এছাড়া  আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকার রাওয়া ক্লাবে অনুষ্ঠিতব্য এটিভি ইউএসএ আইকনিক সেলিব্রেশন নাইট অ্যান্ড অ্যাওয়ার্ড-এর বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠানটি শেষ হয় আশা মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম টেলিফিল্ম ‘ফাঁদের প্রেমে’র প্রিমিয়ার অনুষ্ঠানের মাধ্যমে।  এই টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন তানভীর তারেক। অভিনয়ে ছিলেন সাঈদ বাবু, সিফাত তাহসিন, আকাশ রহমানসহ অনেকে। এই প্রিমিয়ারের মাধ্যমেই আশা মাল্টিমিডিয়ার শুভ যাত্রা ঘোষণা করা হয়। এবং একই সাথে তাঁরা ঘোষণা করেন নিয়মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি, ফিকশন প্রযোজনা করার।

উৎস: Samakal

কীওয়ার্ড: হ ম ন আহম দ অন ষ ঠ ন আম র ক

এছাড়াও পড়ুন:

রাজশাহীতে নিজ বাড়ির পাশে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীতে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে নগরের বুধপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত হাসান আলী মতিহার থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। তিনি বুধপাড়া এলাকার হাসমত আলীর ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ শংকর কে বিশ্বাস বলেন, রাত সোয়া ১২টার দিকে তাঁকে (হাসান আলী) জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় আনা হয়। তাঁর মাথায়, চোয়ালসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর হাসান আলী এলাকাছাড়া ছিলেন। কিছুদিন আগে তিনি বাড়িতে ফিরেছেন। এলাকায় প্রকাশ্যেই ঘুরছিলেন তিনি। গতকাল রাত পৌনে ১২টার দিকে বুধপাড়ায় নিজ বাড়ির পাশে হাসান আলীকে কুপিয়ে জখম করা হয়। এরপর দ্রুত তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মালেক বলেন, একজনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনার খবর শুনে পুলিশ পাঠানো হয়েছিল। তখন সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

সম্পর্কিত নিবন্ধ