রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেইট থেকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী মো. কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি কবিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কবির জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে এদিন আদালতে হাজির হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খায়রুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

কবির পটুয়াখালী সদরের সারিকখালী গ্রামের মৃত জয়নালের ছেলে। ২০২০ সালের ২৬ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির খবর পেয়ে রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেইটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৫০ গ্রাম হেরোইনসহ কবিরকে গ্রেপ্তার করা হয়। 

পরদিন শাহ আলী থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা একই থানার সাব-ইন্সপেক্টর জাবেদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৯ নভেম্বর কবিরের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

ঢাকা/মামুন/এনএইচ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ