Samakal:
2025-05-01@16:16:07 GMT

দাম্পত্য জীবনের বিশ্বরেকর্ড

Published: 16th, February 2025 GMT

দাম্পত্য জীবনের বিশ্বরেকর্ড

ভালোবাসা হলো এক চিরন্তন শক্তি যা দূরত্ব, সময় ও যে কোনো পরিস্থিতিকে পাশ কাটিয়ে মানুষকে একত্রে আবদ্ধ করে। ব্রাজিলের মানোয়েল অ্যাঞ্জেলিম ডিনো (১০৫) ও মারিয়া ডি সুজা ডিনোর (১০১) ভালোবাসার কোনো সীমা নেই। তারা একসঙ্গে আছেন অবিশ্বাস্য ৮৪ বছর ৭৭ দিন। দীর্ঘ দাম্পত্য জীবনের জন্য তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘতম জীবিত বিবাহিত দম্পতি হিসেবে। তাদের ১০০ জনের বেশি নাতি-নাতনি রয়েছে।

১৯৪০ সালে ব্রাজিলের সেয়ারা প্রদেশের বোয়া ভেন্তুরার এক ছোট্ট চ্যাপেলে তাদের বিয়ে হয়। মানোয়েল জন্মগ্রহণ করেন ১৯১৯ সালে, আর মারিয়া ১৯২৩ সালে। তারা প্রথম পরিচিত হন ১৯৩৬ সালের দিকে। তবে তখন তাদের সম্পর্ক গড়ে ওঠেনি।  এর পর ১৯৪০ সালের এক আকস্মিক সাক্ষাতে মানোয়েল বুঝতে পারেন, মারিয়াই তাঁর প্রকৃত ভালোবাসা। সেই মুহূর্তে তিনি আর সময় নষ্ট না করে মারিয়াকে প্রেমের প্রস্তাব দেন, আর মারিয়াও সানন্দে তা গ্রহণ করেন। 

তাদর চার হাত এক করতে পেরোতে হয়েছে বহু পথ। কারণ, শুরুতে তাদের প্রেম মেনে নিতে চাননি মারিয়ার মা। মানোয়েল ও মারিয়া তাদের সংসার জীবনে একসঙ্গে কঠোর পরিশ্রম করেছেন। তাদের ১৩ সন্তান, ৫৫ নাতি-নাতনি, ৫৪ প্রপৌত্র এবং বর্তমানে ১২ জন অষ্টপ্রপৌত্র রয়েছে। হিন্দুস্তান টাইমস।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সংস্থাটির সবাইকে একত্রিত থাকার অনুরোধ জানিয়েছেন। কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক সভায় তিনি এ অনুরোধ জানান।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনের মাল্টিপারপাস হলে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসইসির কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, দেশের পুঁজিবাজার ও অর্থনীতিসহ জাতীয় স্বার্থ বিবেচনায় এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে পরিপূর্ণ দায়িত্বশীল হয়ে ও শৃঙ্খলার সঙ্গে কাজ করতে হবে। সভায় কর্মকর্তাদের দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে খন্দকার রাশেদ মাকসুদ বলেন, সবাই একসঙ্গে কাজ করলে বিএসইসির কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক সংস্থা হিসেবে দেশের পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারের জন্য কাজ করার নির্দেশনা দেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা আগের সব ভুলভ্রান্তি ভুলে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি কমিশনের বিভিন্ন সমস্যার সুরাহা করার বিষয়ে কর্মকর্তা ও কর্মচারীদের আশ্বাস দেন তাঁরা।

বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে কমিশনের সঙ্গে পূর্ণ উদ্যম ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • সন্তানদের টানে বিচ্ছেদ থেকে বন্ধন, আদালত চত্বরে আবার বিয়ে
  • ভারত-পাকিস্তানকে একসঙ্গে কাজ করতে বললো যুক্তরাষ্ট্র
  • ‘আগে সাকিব ভাই করতেন, এখন আমাদের দায়িত্ব আরও বেশি’
  • বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের একসঙ্গে কাজ করার নির্দেশনা চেয়ারম্যানের
  • নোবিপ্রবির পুকুরে ছাত্র-ছাত্রীদের গোসলের ছবি ভাইরাল, ব্যবস্থা নেবে প্রশাসন