ঈদের আগে ৮০ শাখা থেকে মিলবে নতুন নোট
Published: 16th, February 2025 GMT
আসন্ন ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ মিলবে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ঈদের আগে ঢাকার ৮০টি শাখায় বিশেষ কাউন্টার থেকে নোট বিনিময় করা যাবে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময় সেবা মিলবে। বাংলাদেশ ব্যাংক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একজন ব্যক্তি একবার ৫, ২০ ও ৫০ টাকার একটি করে বান্ডিল নিতে পারবেন। যার মূল্যমান সাড়ে ৭ হাজার টাকা। ব্যাংকিং সময়সূচি অনুযায়ী এ নোট দেওয়া হবে।
বাংলাদেশ ব্যাংক বেশ আগ থেকে ঈদের আগে নতুন নোট বিনিময়ের সুযোগ দিচ্ছে। শুরুর দিকে কেবল বাংলাদেশ ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন অফিসে নতুন নোট বিনিময় করার সুযোগ ছিল। যানজট ঠেলে নতুন নোট নিতে ভিড় লেগে যেত। পরবর্তীতে ঢাকার বিভিন্ন অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকের শাখার মাধ্যমে নোট বিনিময় ব্যবস্থা শুরু হয়।
যেসব শাখায় মিলবে নতুন নোট
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র্যালি
সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।
এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে।
আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’