ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
Published: 16th, February 2025 GMT
ঢাকার ধামরাই উপজেলার বাথুলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার সিংদাইর গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০) ও তাঁর স্ত্রী শারমিন (২৮)। তাঁরা ধামরাইয়ে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার রাতে মোটরসাইকেলে করে ধামরাই থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিলেন বাবুল হোসেন ও তাঁর স্ত্রী শারমিন। রাত ৯টার দিকে তাঁরা বাথুলি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় তাঁরা দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে গোলড়া হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুজনকে উদ্ধার করে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপল দাস প্রথম আলোকে বলেন, ‘ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী সড়কে ছিটকে পড়েন। আমাদের ধারণা, ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত হতে দুজনকে মানিকগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম ন কগঞ জ র
এছাড়াও পড়ুন:
সিএসই-৫০ সূচক সমন্বয়, কার্যকর ১১ নভেম্বর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরমেন্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়।
সমন্বিত সূচকে তিনটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে তিনটি কোম্পানি। সমন্বয় পরবর্তী সূচক আগামী ১১ নভেম্বর থেকে কার্যকর হবে।
আরো পড়ুন:
ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে
কমোডিটি এক্সচেঞ্জ পরীক্ষামূলক চালু ডিসেম্বরে, নতুন দিগন্ত উন্মোচনের অপেক্ষা
সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তথ্য মতে, সিএসই-৫০ সূচকে নতুন করে যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো- বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি।
আর ওই সূচক থেকে বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।
উল্লেখ, সিএসই-৫০ ইনডেক্স এ অর্ন্তভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের শতকরা প্রায় ৭২.৭৪ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি-ফ্লোট বাজার মূলধনের শতকরা ৭০.৯৮ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ছয় মাসের (৩০ জুন, ২০২৫ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার ৪৯.১২ ভাগ।
ঢাকা/এনটি/মেহেদী