মুন্সীগঞ্জে ফের কবর থেকে খুলি চুরি
Published: 17th, February 2025 GMT
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানের ছয়টি কবর থেকে ফের খুলি চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা খুলি চুরি করে। এর আগে, গত ১৩ ফেব্রুয়ারি রাতে পাঁটটি কবর থেকে খুলি চুরির ঘটনা ঘটে।
পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘‘সোমবার সকালে ছয়টি কবর খোঁড়া অবস্থায় পাওয়া যায়। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে।’’
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাচীর না থাকায় চোর চক্র সহজেই কবরস্থানে ঢুকতে ও বের হতে পারে।’’
তিনি আরো বলেন, ‘‘যারা জাদু বিদ্যায় জড়িত, খুলিগুলো তারাই চুরি করছে বলে ধারণা করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে দুই বার একই কবরস্থান থেকে খুলি চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শিগগিরই চোর চক্রকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’’
ঢাকা/রতন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কবরস্থানে নবজাতক রেখে যাওয়া সেই ব্যক্তি আটক
ছবি: সংগৃহীত