খাবার খাওয়ার সময় বাবাকে চাপাতির কোপ, গ্রেপ্তার ছেলে
Published: 17th, February 2025 GMT
নাটোরের বাগাতিপাড়ায় খাবার খাওয়ার সময় বাবাকে মারধর ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় দায়ের করা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বাবা মিন্টু আলীর দায়ের করা মামলায় ছেলে সেজান মাহমুদকে (২৪) রোববার গ্রেপ্তার করে পুলিশ।
মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার সকালে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার সময় বাবার সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় সেজান তার বাবা মিন্টু আলীকে মারধর করেন। এর একপর্যায়ে ঘর থেকে চাপাতি এনে বাবাকে কোপ দেন। তখন চাপাতি হাত থেকে ফসকে তার দাদি নাসরিন বেগমের কোমরে আঘাত করে। এতে তিনি জখম হন। এ ঘটনায় শনিবার মিন্টু আলী বাদি হয়ে বাগাতিপাড়া মডেল থানায় ছেলে সেজান মাহমুদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় রোববার বিকেলে সেজানকে গ্রেপ্তার করে পুলিশ।
বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেজান মাহমুদকে রোববার গ্রেপ্তার করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ র প ত র কর
এছাড়াও পড়ুন:
ডিহাইড্রেশন দূর করতে ‘লেবুর কাজী’
লেবুর কাজী ভাতের সাথে ডালের মতো খেতে পারেন। এ ছাড়া আলু ভর্তা, ডিম ভাজি, মাংসের ঝুরা, কালা ভুনা, এবং কোয়াবের সঙ্গে খেতেও অনেক ভালো লাগে। ভুনা বা ডিপ ফ্রাই মাছের সাথেও বেশ জমে যায় লেবুর কাজী।
উপকরণ
ঠান্ডা পানি: ৫০০ মিলি
ভাজা শুকনা মরিচ: ২টি
লেবু: ১টি (রস করে নেওয়া)
সরিষার তেল: ১ টেবিল চামচ
রসুন কুচি: ১ চা চামচ
লবণ: স্বাদমতো
প্রথম ধাপ: একটি বড় বাটিতে লেবুর রস, শুকনা মরিচ, রসুন কুচি, সরিষার তেল ও লবণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর হাত দিয়ে উপকরণগুলো ভালোভাবে মেখে নিন।
দ্বিতীয় ধাপ: এবার পরিমাণমতো পানি যোগ করুন। এরপর সবকিছু একসাথে মিশিয়ে নিলেই তৈরি লেবুর কাজী।
সূত্র: শিউলি কিচেন
ঢাকা/লিপি