বন্দরে আবারও ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা।

আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে নাঈম (২২) ও সোনারগাঁ থানার কাঁচপুর এলাকার হারুন মিয়ার ছেলে সোহেল (২৮)।

আটককৃত ২ ছিনতাইকারীকে ৫৪ ধারায় সোমবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত রোববার (১৬ ফেব্রুয়ারী) রাতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকা থেকে  এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে জনতা।

প্রত্যেক্ষদশিরা জানায়, গত সোমবার রাতে অজ্ঞাত নামা এক ব্যাক্তিকে দেওয়ানবাগ এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা পয়সা হাতিয়ে নেওয়ার সময় ভুক্তভোগী অজ্ঞাত ব্যাক্তি চিৎকার করে।

ওই সময় স্থানীয় জনতা চিৎকার শব্দ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে নাঈম ও সোহেল নামে ২ ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১ 

বন্দরে ছিনতাইকারী সন্দেহে মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবক মেহেদী হাসান বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার আব্দুস সালাম মিয়ার ছেলে।

আটককৃতকে শনিবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (৩১ অক্টোবর)  রাতে বন্দর থানার উল্লেখিত এলাকা থেকে ওই যুবককে আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার সময় থানার টহল পুলিশ ছিনতাইকারী সন্দেহে তাকে আটক করে। পরে যাচাই বাছাই পর আটককৃত যুবককে পুলিশ আইনের ৫৪ ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়।  
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে ছিনতাইকারী সন্দেহে আটক ১