নারায়ণগঞ্জে স্বজন সমাবেশের রজতজয়ন্তী উদযাপন
Published: 17th, February 2025 GMT
নারায়ণগঞ্জে যুগান্তর স্বজন সমাবেশের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় দৈনিক ডান্ডিবার্তা পত্রিকা কার্যালয়ে কেক কেটে যুগান্তর স্বজন সমাবেশের রজতজয়ন্তী উদযাপন করা হয়।
যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম এর উদ্যোগে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ নিউজ পেপার ওর্নাস এসোসিয়েশন এর সভাপতি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান বাদল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
প্রধান অতিথি হাবিবুর রহমান বাদল বলেন, দৈনিক যুগান্তর সংবাদ পত্রের নীতিমালা ধরে রেখেছে। একটা কথা বলতেই হয়। যুগন্তর চেষ্টা করে গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলের খরবগুলি তুলে এনে প্রচার করতে।
বাংলার মানুষ প্রত্যন্ত অঞ্চলের খরবগুলি পেয়ে উপকৃত হচ্ছে। আশা করি যুগান্তর তার ধারাবাহিকতা ধরে রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আবুল হোসেন, দৈনিক ডান্ডিবার্তা পত্রিকার বার্তা সম্পাদক, মো: নাসিরউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা ফোটজার্নালিস্ট এর সাবেক সভাপতি, সংবাদ সারা বেলার নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহামুদুল হাসান কচি।
এসময়ে স্বজন সমাবেশের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল হক প্রিন্স, নারী বিষয়ক সম্পাদিকা শিরিনা আক্তার রীনা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: ফয়সাল, তথ্য প্রযুক্তি সম্পাদক সঞ্জয় দও, প্রচার সম্পাদক জনি, সদস্য শাহাদাত হোসেন শ্যামল, মামুন হোসাইন, জয়দেব সহ অন্যান্য স্বজনেরা।
.
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
নারায়ণগঞ্জে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জেলা ক্রীড়া অফিস, নারায়ণগঞ্জের আয়োজনে বালক (অনূর্ধ্ব-১৫) ফুটবল প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৪-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে ওসমানী পৌর স্টেডিয়াম মাঠে এ প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার,(অঃদাঃ) নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার, নারায়ণগঞ্জ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মো. আলমগীর হুসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজমুন্নাহার, গবেষনা কর্মকর্তা জেলা শিক্ষা অফিস, নারায়ণগঞ্জ । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও স্কুলের শিক্ষকবৃন্দরা।
সভাপতি প্রশিক্ষণের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ৮০ জন ফুটবল খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, বাছাইকৃত ৩০ জন খেলোয়াড়কে ১১ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং সবার সফলতা কামনা করেন।