ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন : মামুন মাহমুদ
Published: 17th, February 2025 GMT
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সমালোচনা করে বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিকরাও নির্যাতিত হয়েছেন। ছাত্র জনতার আন্দোলনে সেই সরকারের পতন হয়েছে।
নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় মামুন মাহমুদ আরও বলেন, আপনারা সাংবাদিকরা আমাদের সমালোচনা করবেন। আমাদের দোষত্রুটি তুলে ধরবেন। কিন্তু কোন ব্যক্তির অপকর্মের দায় বিএনপি নিবে না। কেননা আমাদের নেতা তারেক রহমান সুনির্দিষ্টভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন। আমরা সেই মোতাবেক চলছি।
তিনি বলেন, আপনারা দেখেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে বেশ কয়েকটি কমিটি বাতিল করেছেন। তাই ঢালাওভাবে দলকে দোষারোপ করা যাবে না। যে সাংগঠনিক নিয়মের বাইরে চলে বা চলবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিগত সময়গুলোতে আপনারা সেগুলো দেখেছেন। আমরা জনগণের সাথে আছি এবং তাদের সাথেই থাকতে চাই।
মামুন মাহমুদ বলেন, গত ৫ ফেব্রুয়ারি যে কমিটি দেওয়া হয়েছে সেখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল আমার ওপর আস্থা রেখেছে। আমি দলের প্রতি কৃতজ্ঞ। আমার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কখনো কোন অন্যায় করিনি। যদি কেউ দেখাতে পারেন তবে রাজনীতি ছেড়ে দেবো।
এসময় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ সরক র র আম দ র ব দ কর
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে “নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে গাউসিয়া মার্কেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালা ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও সংগঠনের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।