ভালোবাসা দিবসে বিবাহবিচ্ছেদ মামলায় ৪০ শতাংশ ছাড়
Published: 18th, February 2025 GMT
বিশ্বজুড়ে ১৪ ফেব্রুয়ারি উদ্যাপিত হয়েছে ভ্যালেন্টাইনস ডে বা ভালোবাসা দিবস। উদ্যাপনের এই দিনে প্রিয় মানুষকে ফুল, চকলেট ও নানা উপহার দিয়ে তাঁর প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন অনেকে। কিন্তু এক আইনজীবী দিবসটিতে যে উদ্যোগ নিয়েছেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হইচই পড়ে গেছে। তিনি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে তাঁর ফি ৪০ শতাংশ ছাড় দিয়েছেন। তবে সেটা হতে হবে বিবাহবিচ্ছেদের মামলা।
মিসরের ওই নারী আইনজীবীর নাম নোহা আল জেন্দি। এই আইনজীবী তাঁর ফেসবুকের পাতায় নিজের অনুসারীদের ভ্যালেন্টাইনস ডের শুভেচ্ছা জানিয়ে বিবাহবিচ্ছেদের মামলায় ৪০ শতাংশ ফি কম নেওয়ার ঘোষণা দেন। ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এ ছাড় দিয়েছেন বলেও জানিয়ে দেন।
নোহা লিখেছেন, ‘খুলা (তালাক) মামলার জন্য ৪০ শতাংশ ছাড়.
কেন এই ছাড় দিলেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন নোহা। তিনি বলেন, অনেক নারী বিবাহিত জীবনে প্রতিকূল সময় পার করছেন এবং এ থেকে মুক্তি পেতে চান। তিনি ওই সব নারীকে সাহায্য করতে এই প্রস্তাব দিয়েছেন।
নোহার এই প্রস্তাব সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার দিয়েছে। কেউ কেউ বলেছেন, তিনি বিবাহবিচ্ছেদকে উৎসাহিত করছেন। কেউ কেউ পাল্টা যুক্তি দিয়ে বলেছেন, এই প্রস্তাব বৈবাহিক জীবনে সংকটের মধ্যে আছেন, এমন নারীদের প্রতি সহানুভূতির প্রকাশ।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জবাব দিতে নিজেই এগিয়ে আসেন নোহা। তিনি বলেন, তাঁর এই উদ্যোগ নতুন নয়; বরং সংকটপূর্ণ সম্পর্কের মধ্যে আছেন, এমন নারীদের সহায়তা করতে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করছেন। তাঁর এই প্রস্তাব ওই কাজেরই অংশ।
মিসরে নারীদের বিবাহবিচ্ছেদ করার ক্ষমতা দেওয়া আছে। বিচ্ছেদ হলে তাঁরা স্বামীকে দেওয়া যৌতুক ফেরত পাবেন। তবে স্বামীর সম্পদের ওপর থেকে অধিকার হারাবেন। সেখানে বিবাহবিচ্ছেদ নিয়ে সুস্পষ্ট আইন আছে এবং আদালতের মাধ্যমে বিচ্ছেদ হয়।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ য ল ন ট ইনস ড
এছাড়াও পড়ুন:
ঢাকা ওয়াসার এমডি পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত ১৪ জুলাই বিজ্ঞপ্তি দেয় কার্যসম্পাদন সহায়তা কমিটি। চুক্তিভিত্তিক নিয়োগের ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা ওয়াসার সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. লিয়াকত আলী গত মাসের শেষ দিকে রিটটি করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও মুস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী মো. মামুনুর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
রিট আবেদনকারীর আইনজীবী মো. মামুনুর রশীদ প্রথম আলোকে বলেন, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য গত ১৪ জুলাই প্রকাশিত ওই বিজ্ঞপ্তি কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ওই নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।