সরকারি যানবাহন অধিদপ্তরে ৫৩০ পদে নিয়োগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিভিন্ন পদের পরীক্ষা। গত রোববার যানবাহন অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে মোট ৫৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাঁট–মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, মেকানিক গ্রেড বি, হিসাব সহকারী, ইনডেন্ট সহকারী ও লেজার সহকারী পদে মোট পরীক্ষার্থী ৫ হাজার ৮৪৮ জন। সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, টাইম কিপার ও জব সহকারী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৯৯৩ জন। একই দিন ও একই সময়ে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পদের লিখিত পরীক্ষা।

স্টোরম্যান ও অফিস সহায়ক পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪০২ জন। একই দিন ও একই সময়ে রাজধানীর সেগুনবাগিচা হাইস্কুল কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনবিসিএসসহ সরকারি চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের জন্য বিধিমালা চূড়ান্ত পিএসসির১ ঘণ্টা আগে

এ ছাড়া ক্লিনার/হেলপার ও নিরাপত্তাপ্রহরী পদে মোট পরীক্ষার্থী ২ হাজার ৪৯২ জন। একই দিন বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর স্পিডবোটচালক ও মেকানিক গ্রেড ডি পদের মোট পরীক্ষার্থী ৬৬১ জন। এই পদের পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি বেলা ২টা ৩০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে। এ ছাড়া নিয়োগ লাভের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন ফৌজদারি অপরাধ এবং ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ বা যোগাযোগের চেষ্টা বা তদবির নিয়োগ লাভের অযোগ্যতা হিসেবেই শুধু বিবেচিত হবে বলে এতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুনরোমানিয়ায় বৃত্তি নিয়ে পড়াশোনা, সুযোগ-সুবিধা ও আবেদনের পদ্ধতি জেনে নিন৪ ঘণ্টা আগে

২০২৪ সালের ১৭ নভেম্বর ৫৩০ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকারি যানবাহন অধিদপ্তর।

পরীক্ষার সূচি দেখুন এখানে।

আরও পড়ুনতিনটি বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে পিএসসি১৮ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক ল অ য ন ড কল জ ক ন দ র ম ট পর ক ষ র থ র পর ক ষ সহক র

এছাড়াও পড়ুন:

নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।

মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

সম্পর্কিত নিবন্ধ

  • ছাত্রীদের সহকারী প্রক্টরের হুঁশিয়ারি, রাত ১০টার মধ্যে হলে না ঢুকলে আসন বাতিল
  • পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
  • শুল্ক নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে বড় অনিশ্চয়তা থেকে রেহাই পেল বাংলাদেশ
  • গ্যাস সংকট
  • চট্টগ্রাম–কক্সবাজার রুটে দুই ট্রেনের সময় বদলে যাচ্ছে
  • নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
  • পুতিনকে এবার ১০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প
  • ফুটবল ম্যাচ কেন ৯০ মিনিটের হয়
  • পুতিনকে ট্রাম্পের নতুন সময়সীমার পরপরই রাশিয়ার হামলা, ইউক্রেনে নিহত ২৫