আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। তাদের তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন এবারের আসর থেকে। পায়ের ইনজুরির কারণে তার আর খেলা হচ্ছে না আইসিসির এই মর্যাদাকর ইভেন্টে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এই ঘটনার পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তার বদলি খেলোয়াড়ের নাম। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তার পরিবর্তে খেলবেন কাইল জেমিসন। যিনি সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ওয়ানডে ক্রিকেট।

এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের আরেক পেসার বেন সিয়ার্স। এবার ফার্গুসনকেও হারালো তারা।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াবেন যেসব ব্যাটসম্যান

আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক

ফার্গুসনের বিষয়ে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘‘লোকির জন্য খুব খারাপ লাগছে। তার জন্য আমরা সত্যিই হতাশ। আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ ছিল লোকি। যার রয়েছে বড় বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এবং আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে কতোটা মুখিয়ে ছিল সে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই সে দারুণ ছন্দ নিয়ে ফিরে আসবে।’’

তার বদলি কাইল জেমিসনের বিষয়ে স্টিড বলেছেন, ‘‘কাইলের বলে যথেষ্ট পেস ও বাউন্স রয়েছে। পাকিস্তানের কন্ডিশনে যেটা খুব কাজে লাগবে। ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে কতোটা কার্যকর হতে পারে সেটা দেখিয়েছে।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।

আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।

ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।

আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)
  • জানুয়ারি থেকে বিশেষ বৃত্তি পাবেন জবি শিক্ষার্থীরা
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে রাশিয়া-বেলারুশ সামরিক মহড়ায় কেন অংশ নিল ভারত
  • তদন্ত করে ভুয়া নাম বাদ দিন
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ সেপ্টেম্বর ২০২৫)
  • পাট গবেষণা ইনস্টিটিউটে ৫৪ পদের চাকরি, করুন আবেদন
  • বাংলাদেশে সফরের সূচি জানিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৬ সেপ্টেম্বর ২০২৫)
  • রাশিয়া-বেলারুশের সামরিক মহড়া চলছিল, ‘অবাক করে দিয়ে’ হাজির মার্কিন কর্মকর্তারা
  • ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা