আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। তাদের তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন এবারের আসর থেকে। পায়ের ইনজুরির কারণে তার আর খেলা হচ্ছে না আইসিসির এই মর্যাদাকর ইভেন্টে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এই ঘটনার পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তার বদলি খেলোয়াড়ের নাম। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তার পরিবর্তে খেলবেন কাইল জেমিসন। যিনি সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ওয়ানডে ক্রিকেট।

এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের আরেক পেসার বেন সিয়ার্স। এবার ফার্গুসনকেও হারালো তারা।

আরো পড়ুন:

চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াবেন যেসব ব্যাটসম্যান

আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক

ফার্গুসনের বিষয়ে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘‘লোকির জন্য খুব খারাপ লাগছে। তার জন্য আমরা সত্যিই হতাশ। আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ ছিল লোকি। যার রয়েছে বড় বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এবং আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে কতোটা মুখিয়ে ছিল সে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই সে দারুণ ছন্দ নিয়ে ফিরে আসবে।’’

তার বদলি কাইল জেমিসনের বিষয়ে স্টিড বলেছেন, ‘‘কাইলের বলে যথেষ্ট পেস ও বাউন্স রয়েছে। পাকিস্তানের কন্ডিশনে যেটা খুব কাজে লাগবে। ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে কতোটা কার্যকর হতে পারে সেটা দেখিয়েছে।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা

হিন্দিতে ‘ছাবা’, ‘সাইয়ারা’ চলতি বছর বক্স অফিসে ঝড় তুলেছিল। দক্ষিণি সিনেমার মধ্যে ‘লোকাহ চ্যাপটার ১: চন্দ্র’, ‘কানতারা: চ্যাপটার ১’ ভালো ব্যবসা করেছে। কিন্তু বাজেটের তুলনায় ব্যবসায়িক সাফল্যে বিচার করলে সবাইকে পেছনে ফেলেছে একটি দক্ষিণি সিনেমা। মাত্র ৭ কোটি রুপি বাজেটের ছবিটি আয় করেছে ৯০ কোটি রুপি!
২০২৫ সালের প্রথমার্ধে বড় তারকা ও বাজেটের সিনেমা যেমন হিট হয়েছে, তেমনই কিছু চমকপ্রদ সাফল্য এসেছে ছোট বাজেটের চলচ্চিত্র থেকে। সেই ছোট বাজেটের তামিল ছবি ‘টুরিস্ট ফ্যামিলি’ পুরো বছরকে ছাপিয়ে গেছে, যা এখন ২০২৫ সালের সবচেয়ে লাভজনক সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছে।

‘টুরিস্ট ফ্যামিলি’: হৃদয়স্পর্শী গল্পের সাফল্য
‘টুরিস্ট ফ্যামিলি’ পরিচালনা করেছেন অভিশান জেভিন্থ, যিনি এটি দিয়ে পরিচালনায় অভিষেক করছেন। সিনেমার কাহিনি শ্রীলঙ্কা থেকে আসা এক তামিল পরিবারের ভারতযাত্রাকে ঘিরে। পরিবারটি অর্থনৈতিক সংকট থেকে ‘উন্নত জীবনের’ আশায় দেশ ছাড়ে।

‘টুরিস্ট ফ্যামিলি’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ

  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ৩০ পদে নিয়োগ, চাকরি পেতে করুন আবেদন
  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা