চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন লোকি ফার্গুসন
Published: 18th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। তাদের তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন এবারের আসর থেকে। পায়ের ইনজুরির কারণে তার আর খেলা হচ্ছে না আইসিসির এই মর্যাদাকর ইভেন্টে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এই ঘটনার পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তার বদলি খেলোয়াড়ের নাম। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তার পরিবর্তে খেলবেন কাইল জেমিসন। যিনি সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ওয়ানডে ক্রিকেট।
এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের আরেক পেসার বেন সিয়ার্স। এবার ফার্গুসনকেও হারালো তারা।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াবেন যেসব ব্যাটসম্যান
আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক
ফার্গুসনের বিষয়ে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘‘লোকির জন্য খুব খারাপ লাগছে। তার জন্য আমরা সত্যিই হতাশ। আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ ছিল লোকি। যার রয়েছে বড় বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এবং আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে কতোটা মুখিয়ে ছিল সে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই সে দারুণ ছন্দ নিয়ে ফিরে আসবে।’’
তার বদলি কাইল জেমিসনের বিষয়ে স্টিড বলেছেন, ‘‘কাইলের বলে যথেষ্ট পেস ও বাউন্স রয়েছে। পাকিস্তানের কন্ডিশনে যেটা খুব কাজে লাগবে। ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে কতোটা কার্যকর হতে পারে সেটা দেখিয়েছে।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগেআইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫