চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন লোকি ফার্গুসন
Published: 18th, February 2025 GMT
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি, ২০২৫)। উদ্বোধনী দিনেই পাকিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। তার আগে দুঃসংবাদ পেল ২০০০ সালের চ্যাম্পিয়নরা। তাদের তারকা পেসার লোকি ফার্গুসন ছিটকে গেছেন এবারের আসর থেকে। পায়ের ইনজুরির কারণে তার আর খেলা হচ্ছে না আইসিসির এই মর্যাদাকর ইভেন্টে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিউ জিল্যান্ড। সেই ম্যাচে পায়ের ইনজুরিতে পড়েন ফার্গুসন। এই ঘটনার পর তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়। ঘোষণা করা হয় তার বদলি খেলোয়াড়ের নাম। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে তার পরিবর্তে খেলবেন কাইল জেমিসন। যিনি সবশেষ ২০২৩ সালে খেলেছিলেন ওয়ানডে ক্রিকেট।
এর আগে ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গিয়েছিলেন ব্ল্যাক ক্যাপসদের আরেক পেসার বেন সিয়ার্স। এবার ফার্গুসনকেও হারালো তারা।
আরো পড়ুন:
চ্যাম্পিয়নস ট্রফিতে আলো ছড়াবেন যেসব ব্যাটসম্যান
আগামী বিপিএল নিয়ে কাজ শুরু, ‘সুখবর’ দিলেন ফারুক
ফার্গুসনের বিষয়ে নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টিড বলেছেন, ‘‘লোকির জন্য খুব খারাপ লাগছে। তার জন্য আমরা সত্যিই হতাশ। আমাদের বোলিং গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ ছিল লোকি। যার রয়েছে বড় বড় টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা। এবং আমরা জানি চ্যাম্পিয়নস ট্রফির মতো একটি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করতে কতোটা মুখিয়ে ছিল সে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করছি শিগগিরই সে দারুণ ছন্দ নিয়ে ফিরে আসবে।’’
তার বদলি কাইল জেমিসনের বিষয়ে স্টিড বলেছেন, ‘‘কাইলের বলে যথেষ্ট পেস ও বাউন্স রয়েছে। পাকিস্তানের কন্ডিশনে যেটা খুব কাজে লাগবে। ঘরোয়া ক্রিকেটে সে নিজেকে প্রমাণ করেছে। সংক্ষিপ্ত ফরম্যাটে সে কতোটা কার্যকর হতে পারে সেটা দেখিয়েছে।’’
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ, বেতন ১৫,০০০
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) শিক্ষানবিশ কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভি পাঠাতে হবে।
পদের নাম: রিসার্চ ইন্টার্ন
পদসংখ্যা: একাধিক
যোগ্যতা: অর্থনীতি বা ডেভলপমেন্ট ইকোনোমিকসে ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ কমপক্ষে ৩.৬০ থাকতে হবে।
বেতন: ১৫,০০০ টাকা
আরও পড়ুন৪০৪ পদে সরকারি চাকরি, আবেদন শেষ আগামীকাল১০ ঘণ্টা আগেকর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি ই-মেইল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ
৮ মে, ২০২৫।
আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের বেতন এক ধাপ বাড়ানোর উদ্যোগ, ভিন্নমত শিক্ষকদের২৮ এপ্রিল ২০২৫