২৭ বছরে আটটি টুর্নামেন্ট। চ্যাম্পিয়নস ট্রফিতে তো স্মরণীয় মুহূর্তের অভাব নেই। আরেকটি চ্যাম্পিয়নস ট্রফি যখন দোরগোড়ায়, আইসিসি নিজেরাই বেছে নিয়েছে টুর্নামেন্ট ইতিহাসের সেরা পাঁচ ম্যাচ। সেরা নয়, ক্রম সাজানো হয়েছে বছরের হিসাবে।ভারত-দক্ষিণ আফ্রিকা, সেমিফাইনাল (২০০২)

বীরেন্দর শেবাগ যখন প্রথমবার বল হাতে নিলেন, ৭ উইকেট হাতে নিয়ে ৯ ওভারে ৬২ রান দরকার দক্ষিণ আফ্রিকার। শেবাগ যখন শেষ ওভারটা শুরু করলেন, ৬ বলে দরকার ২১ রান। প্রথম ৪ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেট নেওয়া শেবাগকে শেষ ওভারের প্রথম বলে ছক্কা মেরে দিলেন জ্যাক ক্যালিস। পরের বলে ক্যালিসকে উইকেটকিপারের ক্যাচ বানিয়ে প্রতিশোধ নেওয়া শেবাগ ওভারের শেষ বলে ল্যান্স ক্লুজনারকে ফিরিয়ে ১০ রানে জিতিয়ে দেন দলকে। ভারত উঠে যায় ফাইনালে।

কলম্বোর ম্যাচটিতে এর আগে ব্যাটিংয়েও ৫৮ বলে শেবাগ করেন ৫৯ রান। ভারত করে ৯ উইকেটে ২৬১ রান। রান তাড়ায় শেবাগ বল হাতে নেওয়ার আগে তরতরিয়ে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা।

আরও পড়ুনপাকিস্তানের মাঠে ভারতের পতাকা না থাকার ব্যাখ্যা দিল পিসিবি২ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড, ফাইনাল (২০০৪)

শিবনারায়ণ চন্দরপল যখন ফিরলেন, ওয়েস্ট ইন্ডিজের আশা কার্যত শেষই ধরে নিয়েছিলেন সবাই। ২ উইকেট হাতে থাকা দলটির যে আরও ৭১ রান দরকার ছিল। ওভালে সেই ম্যাচটিই আর কোনো উইকেটে না হারিয়েই অবিশ্বাস্যভাবে জিতে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কোর্টনি ব্রাউন ও ইয়ান ব্র্যাডশর নবম উইকেট জুটি ক্রিকেট–রূপকথায় স্থায়ীভাবেই জায়গা পেয়ে গেছে। নয়ে নামা উইকেটকিপার–ব্যাটসম্যান ব্রাউন ৫৫ বলে ২৪ ও দশে নামা পেসার ইয়ান ব্র্যাডশ ৫১ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন।

মার্কাস ট্রেসকোথিকের সেঞ্চুরির পরও পথ হারিয়ে ইংল্যান্ড অলআউট হয়েছিল ২১৭ রানে। লন্ডনের কনকনে সেই শীতের সন্ধ্যায় দলটির বোলাররা তবু জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন। অ্যান্ড্রু ফ্লিনটফ রামনরেশ সারওয়ান ও ব্রায়ান লারাকে ফেরানোর পর যখন ডোয়াইন ব্রাভোকেও ফেরালেন, ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৮০/৫। এরপর কী হয়েছে, সেটি তো ইতিহাস।

ফাইনাল জয়ের আনন্দে মাতোয়ারা ওয়েস্ট ইন্ডিজ দল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ফ ইন ল উইক ট

এছাড়াও পড়ুন:

ভারতকে ‘স্বস্তি’ দিয়ে অস্ট্রেলিয়া দল ছাড়লেন ট্রাভিস হেড

৮, ২৮, ২৯, ২৮, ৬—ভারতের বিপক্ষে ট্রাভিস হেডের সর্বশেষ ৫ ইনিংস।

২০২৩ সাল থেকে ব্যাট হাতে ভারতকে যতটা ভুগিয়েছেন, সাম্প্রতিক সময়ে ততটা ভোগাতে পারেননি হেড। তবু তিনি ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। যেকোনো সময় বাউন্ডারির বৃষ্টি বইয়ে দিতে পারেন।

তবে হেডকে নিয়ে ভারতীয় দলকে আপাতত মাথা ঘামানোর দরকার পড়বে না। যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, হর্ষিত রানা, অক্ষর প্যাটেলদের জন্য সুখবর হলো ভারতের বিপক্ষে চলমান টি–টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে খেলবে না হেড।

ভারতের বিপক্ষে সম্প্রতি ভালো করতে পারেনি ট্রাভিস হেড

সম্পর্কিত নিবন্ধ