সান্তোসে কেন ছয় মাসের চুক্তি, জানালেন নেইমার
Published: 18th, February 2025 GMT
পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। মেয়াদ পূর্ণ হবার আগে সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
তবে ব্রাজিলের এই ক্লাবটির সঙ্গে মাত্র ছয় মাসের চুক্তি করেছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। যার অর্থ আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি।
সান্তাসের সঙ্গে অবশ্য এক বছরের ঐচ্ছিক চুক্তির শর্ত আছে। অর্থাৎ সব ঠিকঠাক গেলে, ব্রাজিলের লিগে মন বসলে তিনি আরও এক বছর থেকে যাবেন শৈশবের ক্লাবে। ফর্মে ফিরতে পারলে সান্তোসের নেইমার খেলবেন ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপ।
নেইমার বয়স সবে ৩৩ বছর। তারপরও সান্তোসের সঙ্গে মাত্র ছয় মাসের চুক্তি কেন করেছেন নেইমার। এমন প্রশ্নে ব্রাজিলিয়ান তারকা জানিয়েছেন, তিনি সহজ করে ভাবতে চেয়েছেন। সেজন্যই এই সংক্ষিপ্ত চুক্তি।
নেইমার বলেন, ‘এই চুক্তি শুধু দুই পক্ষের (নেইমার ও সান্তোস) জন্য নয়। এটা একে অপরকে সহায়তা করার চুক্তি। সান্তোস আমার জন্য আবার আনন্দ নিয়ে ফুটবল খেলার দরজা খুলে দিয়েছে। আর আমি সান্তোসকে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দিতে চেয়েছি। লম্বা চুক্তি করিনি, কারণ জানি না সময় কেমন কাটবে, ফুটবল কতটা উপভোগ করব। এই ছয় মাসে যা কিছু ঘটতে পারে।’
নেইমার জানিয়েছেন, সান্তোসে ছয় মাসের চুক্তি করলেও এটা ছয় মাসের প্রজেক্ট নয়। দুই পক্ষেরই চুক্তি নবায়নের বিষয়টি মাথায় আছে। সান্তোস যাতে নতুন করে আর্থিকভাবে শক্তিশালী হয়ে ফিরতে পারে, ভালো স্পন্সর পায় সেজন্যই তিনি সান্তোসে ফিরেছেন। সান্তোস আবার শীর্ষে ফিরবে বলেও বিশ্বাস নেইমারের।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ টবল দলবদল ছয় ম স র চ ক ত
এছাড়াও পড়ুন:
চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষ পেলেন হুম্মাম কাদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন।
চট্টগ্রাম-৭ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
রাঙ্গুনিয়া উপজেলা নিয়ে গঠিত চট্টগ্রাম-৭ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তবে, বাবার অবর্তমানে এবারই প্রথম প্রার্থী হলেন হুম্মাম কাদের।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
ঢাকা/রাজীব