প্রথমবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও টিকটক যৌথ উদ্যোগে ঢাকায় ‘ডিজিটাল সেফটি সামিট’ বাংলাদেশ পর্বের উদ্যোগ নেয়। দায়িত্বশীল ও নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করাই যার মুখ্য উদ্দেশ্য। অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও কনটেন্ট ক্রিয়েটররা সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশে তরুণদের জন্য ডিজিটাল নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় এ সম্মেলন সহায়ক হবে বলে উদ্যোক্তারা জানান। ডিজিটাল সাক্ষরতা, অনলাইন নিরাপত্তা, ভুল তথ্য মোকাবিলা ও সঠিক ডিজিটাল পরিচর্যা নিয়ে কথা বলেন বক্তারা।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন্সের প্রধান ফেরদৌস আল মুত্তাকিন ডিজিটাল সুরক্ষার গুরুত্ব প্রসঙ্গে বলেন, আমরা গ্রাহকের নিরাপত্তার প্রশ্নে অগ্রাধিকার দিই। নিয়ন্ত্রক সংস্থা, বিশেষজ্ঞ ও নিজস্ব কমিউনিটির সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল গ্রাহকের জন্য এমন নিরাপদ অনলাইন পরিবেশ তৈরি করা সম্ভব, যেখানে কনটেন্ট ক্রিয়েটর স্বাধীন ও দায়িত্ব নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.

)  মো. এমদাদ উল বারী ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ডিজিটাল সব মাধ্যমে দ্রুত বিকশিত হওয়ার সঙ্গে নিজেদের অনলাইন কমিউনিটি, বিশেষ করে তরুণ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করা এখন জরুরি। সরকারি-বেসরকারি উদ্যোগের মাধ্যমে দায়িত্বশীল ডিজিটাল আচরণ গড়ে তোলা, সাইবার নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি ও সব বাংলাদেশির জন্য নিরাপদ ডিজিটাল সিস্টেম তৈরিতে আগ্রহী।
সরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ ও ডিজিটাল ইনফ্লুয়েন্সারদের অনলাইন নিরাপত্তা, দায়িত্বশীল কনটেন্ট তৈরি ও সাইবার হুমকি সামলে নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও পরামর্শ উপস্থাপন করেন বক্তারা। সম্মেলনে প্ল্যাটফর্মের সবশেষ নিরাপত্তা বা সেফটি ফিচার, শিক্ষামূলক উদ্যোগ ও বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিটিআরসির সঙ্গে কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ