ট্রেনের ধাক্কায় ক্ষেতে ছিটকে পড়ল বিয়ের গাড়ি
Published: 18th, February 2025 GMT
ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন শাহ মালুম (র.) মাজারের পাশের রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে ছিটকে পড়েছে বিয়ের অনুষ্ঠানের একটি প্রাইভেটকার। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
এ সময় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় কারটি দুমড়েমুচড়ে যায় ও ছিটকে গিয়ে ধানক্ষেতে পড়ে। কারটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিলেন না। চালক হোসেন আহমদ একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ওই এলাকা পার হওয়ার কয়েক মিনিট আগে প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করে। কারটি রেললাইনে ওঠার পর স্টার্ট বন্ধ হয়ে যায়। চালক বারবার সেটিকে সচল করার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়।
এ ঘটনায় আহত চালককে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান স্থানীয়রা।
জিআরপি থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, রেলক্রসিংয়ে গেটম্যান নেই। দুর্ঘটনায় প্রাইভেটকারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। চালক আহত হয়েছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী ৫ মে দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।