প্রস্তুত সালমান, পোস্টারে দিলেন অ্যাকশনের আভাস
Published: 19th, February 2025 GMT
এ বছর ঈদে বক্স অফিস জমাতে প্রস্তুত সালমান খান। ‘সিকান্দার’র নতুন পোস্টারে বলিউড ভাইজান ধরা দিলেন ভিন্ন মুডে। ভক্তদের দিয়ে রাখলেন অ্যাকশনের আভাস। বলা যায়, পুরনো সেই মারকাটারি লুকেই সিকান্দারে দেখা যাবে ভাইজানকে।
সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা সম্প্রতি সিকান্দারের নতুন পোস্টার প্রকাশ করেছেন, যেখানে সালমান খানকে গম্ভীর রূপে দেখা যাচ্ছে। পোস্টারটি প্রকাশের মাধ্যমে সালমানের চরিত্রের এক ঝলক ভক্তদের সামনে এসেছে, যা তাদের উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সাজিদ নাদিয়াদওয়ালা তাঁর জন্মদিনের বিশেষ দিনে সিকান্দারের নতুন পোস্টারটি প্রকাশ করেছেন। সাজিদের প্রোডাকশন হাউজ থেকে বলা হয়, ‘আমাদের প্রিয় ভক্তদের ধৈর্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাজি নাদিয়াদওয়ালার-এর জন্মদিন উপলক্ষে আমরা আপনাদের জন্য একটি ছোট্ট উপহার নিয়ে এসেছি। ২৭ ফেব্রুয়ারি বড় সারপ্রাইজ অপেক্ষা করছে!’
এর আগে, গত বছর ২৮ ডিসেম্বর প্রকাশ্যে আসে সিকান্দারের টিজার। ১ মিনিট ৪২ সেকেন্ডের টিজারটি দেখেই ভক্তরা আঁচ করে নেন যে সিনেমাটি হবে দুর্দান্ত অ্যাকশন ও ভায়োলেন্স নির্ভর।
২০১৪ সালে প্রথমবারের মতো সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা ‘কিক’ সিনেমাতে জুটি বাঁধেন। সিনেমাটি আয় করেছিলো ৩০০ কোটি রুপি। সেসময় বক্স অফিসে এটি রেকর্ড পরিমাণ আয় ছিলো। ঠিক ১০ বছর পর তারা আবারও ফিরছেন।
‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব