সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Published: 19th, February 2025 GMT
সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার উদ্ধবগঞ্জ আমিন সুপার মার্কেট ২য় তলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক নুর নবীর সঞ্চালনায় সভাপতি ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা নিজাম শামীম, রকি, বাবুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ আবদুল বারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর)।
উপস্থিত সবাই বলেন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে, তাহলে আমাদের সমাজ এবং দেশ সঠিক পথ দেখবে। বিশেষ করে মাদক ও সন্ত্রাস নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সত্য ও সঠিক সংবাদই পারে একটি জাতিকে সারা বিশ্বে আলোকিত করতে।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা দৈনিক মানবজমিন এর বন্দর উপজেলা প্রতিনিধি নুরুজ্জামান, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুন অর রশিদ মো: মিঠু আহমেদ,উপজেলা বিএনপি নেতা শহিদুল সরকার শহিদ, সোনারগাঁ মিডিয়া প্রেস ক্লাব এর সিনিয়র সহ-সভাপতি হাবিব মাষ্টার ও সাধারণ সম্পাদক সামির সরকার সবুজ,সহসভাপতি তপন মাহমুদ, সাংবাদিক শওকত ওসমান রিপন, মনির হোসেন, সানাউল্লাহ মুন্সি, ইমরান, আব্দুল কাইয়ুম নাহিদ, পারভেজ আহমেদ, ও আব্দুল বাতেনসহ প্রমুখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ উপস থ ত উপজ ল
এছাড়াও পড়ুন:
মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান
জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।
আরো পড়ুন:
নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা
বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা
মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”
শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।
ঢাকা/রাহাত/রাসেল