‘আমাদের চিনিস, আমরা কে’ বলে রামদা দিয়ে আঘাত করেন আলফাজ ও সাইফ
Published: 19th, February 2025 GMT
রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলার সময় হামলাকারীরা বলতে থাকেন, ‘আমাদের চিনিস? আমরা কে?’ তাঁরা একের পর এক আঘাত করেন ওই নারী ও পুরুষের ওপর। এ ঘটনায় নতুন করে আরও দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঘটনার ভুক্তভোগীরা এসব তথ্য জানিয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ওই দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়। ওই ঘটনা নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।
এ ঘটনায় নতুন করে গ্রেপ্তার দুজন হলেন মেহেদী হাসান সাইফ (২৪) ও সজীব (২০)। এর আগে গ্রেপ্তার করা হয় মো.
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা এলাকায় মেহেবুল হাসান (৩৭) ও নাসরিন আক্তার (ইপ্তি) (২৮) দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রটিকেই গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যে দুজন কুপিয়েছেন তাঁরা হলেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।
আরও পড়ুনউত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে দম্পতিকে কোপানো: দুই আসামি রিমান্ডে১৮ ফেব্রুয়ারি ২০২৫মামলায় উঠে এল হামলার বিবরণ
হামলার ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় তিনি ঘটনার বিবরণ তুলে ধরেছেন।
মামলার এজাহারের সূত্র ধরে ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত আনুমানিক ৯টায় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার দম্পতি উত্তরা পশ্চিম থানা এলাকার আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের বাসার সামনে পৌঁছালে সেখানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এলোমেলোভাবে চালিয়ে বিকট শব্দ করে যেতে থাকেন। তখন একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। সে সময় রিকশায় চার বছরের একটি শিশু তার মায়ের সঙ্গে ছিল। শিশুটির বাবা রিকশা থেকে নেমে ওই মোটরসাইকেলের মোবারক হোসেনের সঙ্গে বাক্বিতণ্ডা শুরু করেন। এ সময় রিকশার পেছনে থাকা মেহেবুল হাসান ও নাসরিন আক্তার তাদের ঝামেলা করতে নিষেধ করেন। তখন রিকশার যাত্রীরা চলে যান।
আরও পড়ুনউত্তরায় দম্পতির ওপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ভাইরাল১৮ ফেব্রুয়ারি ২০২৫পুলিশ জানায়, এ ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিনজন মেহেবুল হাসানের সঙ্গে তর্ক শুরু করেন এবং একপর্যায়ে তাঁকে মারপিট শুরু করেন। এ সময় তারা বলতে থাকে, ‘আমাদের চিনিস? আমরা কে?’। সে সময় ভুক্তভোগী দম্পতি আশপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলেন এবং তাঁর মোটরসাইকেল আটক করেন। তখন তিনি (হামলাকারী) ফোন করে তার আরও কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসেন। তারা রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেন। রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এ সময় নাসরিন আক্তার তাঁর স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকেও রামদা দিয়ে আঘাত করেন। এতে ওই দম্পতির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয় লোকজনের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করেন। পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
আরও পড়ুনভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’১৮ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ঘটন য় এ ঘটন
এছাড়াও পড়ুন:
রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ: ডেরা রিসোর্টের লাইসেন্স বাতিল
মানিকগঞ্জের ঘিওরের বালিয়াখোড়ায় অবস্থিত ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের নানা অনিয়ম নিয়ে রাইজিংবিডিতে ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে সংবাদ প্রকাশের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। একইসঙ্গে ডেরা রিসোর্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে মানিকগঞ্জের জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহকারী নিয়ন্ত্রক (সিনিয়র সহকারী সচিব) শেখ রাশেদুজ্জামান স্বাক্ষরিত এক নির্দেশনা পত্রে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টার ২০২২ সালের ১৮ ডিসেম্বর লাইসেন্স প্রাপ্তির আবেদন করেন। নানা অনিয়মের কারণে তাদের লাইসেন্স নামঞ্জুর করা হয়েছে। রিসোর্টের লাইসেন্স না থাকায় প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ১৪ জানুয়ারি ‘ফসলি জমি দখল করে ডেরা রিসোর্ট নির্মাণ, বিপাকে কৃষক’; ১৯ মার্চ ‘ছাড়পত্র ছাড়াই চলছে ডেরা রিসোর্ট, তদন্ত কমিটি গঠন’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে রাইজিংবিডি। গত ১৩ সেপ্টেম্বর ‘কবরস্থানে হরিণের খামারসহ নানা অনিয়মের আখড়া ডেরা রিসোর্ট’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশের পর বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় ডেরার লাইসেন্স নামঞ্জুর করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যাপক ইন্তাজ উদ্দিন বলেন, “অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ডেরা রিসোর্ট নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোতে সাধারণ মানুষের ক্ষোভ ও ভোগান্তি তুলে ধরা হয়েছে। প্রতিবেদক অনুসন্ধান করে ডেরা রিসোর্টের নানা অনিয়ম তুলে এনেছেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন লাইসেন্স বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এটি ভালো উদ্যোগ। তবে এসব নির্দেশনা কাগজে কলমের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন করাটাই বড় কাজ। নির্দেশনা বাস্তবায়ন হলে সুশাসন নিশ্চিত হবে।”
মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, “মন্ত্রণালয়ের নির্দেশনার কপি পেয়েছি। সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপক ওমর ফারুক বলেন, “লাইসেন্সের বিষয়ে কোন নোটিশ এখনও পাইনি আমরা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়েও জানা নেই। যদি লাইসেন্স বাতিল করে থাকে, তাহলে আমরা আইনিভাবে বিষয়টি সমাধান করব।”
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এশিউর গ্রুপের অঙ্গসংগঠন ডেরা রিসোর্ট এন্ড স্পা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শেখ সাদীর মোবাইলে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
ঢাকা/চন্দন/এস