‘আমাদের চিনিস, আমরা কে’ বলে রামদা দিয়ে আঘাত করেন আলফাজ ও সাইফ
Published: 19th, February 2025 GMT
রাজধানীর উত্তরার সড়কে প্রকাশ্যে এক দম্পতির ওপর ধারালো অস্ত্র (রামদা) দিয়ে হামলার সময় হামলাকারীরা বলতে থাকেন, ‘আমাদের চিনিস? আমরা কে?’ তাঁরা একের পর এক আঘাত করেন ওই নারী ও পুরুষের ওপর। এ ঘটনায় নতুন করে আরও দুজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া হামলায় ব্যবহৃত দুটি রামদা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও ঘটনার ভুক্তভোগীরা এসব তথ্য জানিয়েছেন। গত সোমবার রাত ৯টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কে ওই দম্পতিকে প্রকাশ্যে কোপানো হয়। ওই ঘটনা নিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। ডিএমপির মিডিয়া সেন্টারে এই সংবাদ সম্মেলন হয়।
এ ঘটনায় নতুন করে গ্রেপ্তার দুজন হলেন মেহেদী হাসান সাইফ (২৪) ও সজীব (২০)। এর আগে গ্রেপ্তার করা হয় মো.
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, রাজধানীর উত্তরা এলাকায় মেহেবুল হাসান (৩৭) ও নাসরিন আক্তার (ইপ্তি) (২৮) দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রটিকেই গ্রেপ্তার করা হয়েছে। সাইফ ও সজীবকে গতকাল রাতে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে যে দুজন কুপিয়েছেন তাঁরা হলেন আলফাজ ও সাইফ। গ্রেপ্তার পাঁচজনের মধ্যে রবির বিরুদ্ধে আগে থেকেই মামলা ছিল।
আরও পড়ুনউত্তরায় রামদা দিয়ে প্রকাশ্যে দম্পতিকে কোপানো: দুই আসামি রিমান্ডে১৮ ফেব্রুয়ারি ২০২৫মামলায় উঠে এল হামলার বিবরণ
হামলার ঘটনায় ভুক্তভোগী নাসরিন আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেছেন। ওই মামলায় তিনি ঘটনার বিবরণ তুলে ধরেছেন।
মামলার এজাহারের সূত্র ধরে ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, গত সোমবার রাত আনুমানিক ৯টায় মেহেবুল হাসান ও নাসরিন আক্তার দম্পতি উত্তরা পশ্চিম থানা এলাকার আমির কমপ্লেক্স থেকে কেনাকাটা করে বাসায় ফিরছিলেন। উত্তরা ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের বাসার সামনে পৌঁছালে সেখানে তিন ব্যক্তি দুটি মোটরসাইকেল দ্রুতগতিতে এলোমেলোভাবে চালিয়ে বিকট শব্দ করে যেতে থাকেন। তখন একটি মোটরসাইকেল সামনে থাকা একটি রিকশাকে ধাক্কা দেয়। সে সময় রিকশায় চার বছরের একটি শিশু তার মায়ের সঙ্গে ছিল। শিশুটির বাবা রিকশা থেকে নেমে ওই মোটরসাইকেলের মোবারক হোসেনের সঙ্গে বাক্বিতণ্ডা শুরু করেন। এ সময় রিকশার পেছনে থাকা মেহেবুল হাসান ও নাসরিন আক্তার তাদের ঝামেলা করতে নিষেধ করেন। তখন রিকশার যাত্রীরা চলে যান।
আরও পড়ুনউত্তরায় দম্পতির ওপর রামদা দিয়ে প্রকাশ্যে হামলা, ভিডিও ভাইরাল১৮ ফেব্রুয়ারি ২০২৫পুলিশ জানায়, এ ঘটনার পর মোটরসাইকেলে থাকা তিনজন মেহেবুল হাসানের সঙ্গে তর্ক শুরু করেন এবং একপর্যায়ে তাঁকে মারপিট শুরু করেন। এ সময় তারা বলতে থাকে, ‘আমাদের চিনিস? আমরা কে?’। সে সময় ভুক্তভোগী দম্পতি আশপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলেন এবং তাঁর মোটরসাইকেল আটক করেন। তখন তিনি (হামলাকারী) ফোন করে তার আরও কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসেন। তারা রামদাসহ ঘটনাস্থলে এসে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করেন। রামদা দিয়ে মেহেবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। এ সময় নাসরিন আক্তার তাঁর স্বামীকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাঁকেও রামদা দিয়ে আঘাত করেন। এতে ওই দম্পতির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা স্থানীয় লোকজনের সহায়তায় মোবারক হোসেন ও রবি রায়কে গ্রেপ্তার করেন। পুলিশ আহত দম্পতিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।
আরও পড়ুনভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘দাও দিয়ে কোপাইতেছে, এটা কোনো কথা!’১৮ ফেব্রুয়ারি ২০২৫উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ র প ত র কর ঘটন য় এ ঘটন
এছাড়াও পড়ুন:
বেড়েছে মাছ, মুরগি ও ডিমের দাম
উৎপাদন ও বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে ডিমের দাম। বিক্রেতারা বলছেন, উৎপাদন কম হওয়ায় খামারিরা মুরগি বিক্রি করে দিচ্ছেন এবং টানা বৃষ্টিপাতের জন্য সরবরাহ ব্যাহত হচ্ছে।
শুক্রবার (১ আগস্ট) রাজধানীর নিউ মার্কেট, রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে ফার্মের মুরগির ডিম বিক্রি হয়েছে প্রতি ডজন ১২০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৩৫ টাকায়। সেই হিসেবে ডিমের দাম বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।
সবজির দাম স্বাভাবিক
এ সপ্তাহে বাজারে টমেটো ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক আছে। গত সপ্তাহে টমেটো বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৩০ টাকায়, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। কাঁচামরিচ ২০০ টাকা, শশা ৭০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, গাজর (দেশি) ১২০ থেকে ১৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, পটল ৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, প্রতিটি পিস জালি কুমড়া ৫০ টাকা এবং লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিবাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। তবে, পেঁয়াজের দাম সামান্য বেড়েছে। এ সপ্তাহে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। গত সপ্তাহে ৫৫ টাকায় কেজিতে বিক্রি হয়েছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। রসুন ১৮০ থেকে ২০০ টাকা এবং দেশি আদা ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বেড়েছে মাছ ও মুরগির দাম
বিক্রেতারা বলছেন, নদীতে পানি বৃদ্ধির জন্য জেলেদের জালে মাছ কম ধরা পড়ছে এবং উজানের পানিতে খামারিদের পুকুর ও ঘের তলিয়ে যাওয়ায় মাছের দাম বেড়েছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাসের কেজি ২০০ থেকে ২২০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি সাইজ কৈ মাছ ২৫০ থেকে ২৮০ টাকা, দেশি শিং ৬৫০ থেকে ৭০০ টাকা, বড় সাইজের পাবদা ৬০০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৬০০ টাকা এবং এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, যা গত সপ্তাহ ছিল ১৫০ থেকে ১৬০ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
ঢাকা/রায়হান/রফিক