Samakal:
2025-09-18@10:40:52 GMT

হিসাববিজ্ঞান

Published: 19th, February 2025 GMT

হিসাববিজ্ঞান

শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের হিসাববিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো–

১. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে?
ক. ডেবিট ব্যালান্স     খ. ক্রেডিট ব্যালান্স 
গ. সম্পদ         ঘ. দায়
২. সমাপ্তি ব্যালান্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. বি/ডি খ. সি/ও  গ.

বি/এফ ঘ. সি/ডি
৩. খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে–
i. সম্পদ ii. খরচ iii. আয় 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii
৪. ব্যালান্স C/D-এর পূর্ণরূপ কোনটি?
ক. Carried Down         খ. Dray Down 
গ. Carried Downward     ঘ. Cross Down
৫. ব্যালান্স বি/ডি বলতে কোনটি বোঝায়?
ক. পেছনে নীত  খ. নিচে নীত  গ. পেছন থেকে আনীত 
ঘ. নিচে নীত
৬. সি/এফ কথাটির অর্থ কী?
ক. পেছন থেকে আনীত         খ. সম্মুখে নীত 
গ. পেছনে থেকে আনীত     ঘ. নিচে নীত
৭. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছক মোট ঘরের সংখ্যা?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
৮. খতিয়ানের চলমান জের ছকের অন্য নামটি কী?
ক. টি ছক         খ. চারঘরা খতিয়ান ছক 
গ. বিশেষায়িত ছক     ঘ. সনাতন ছক
৯. B/D-এর পূর্ণরূপ কী?
ক. Bring Down     খ. Brought Down 
গ. Bear Down     ঘ. Bought Down
১০. B/F-এর পূর্ণরূপ কী?
ক. Brought Forward     
খ. Borrowed Furrowed 
গ. Bring Forward 
ঘ. Brought From
১১. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়–
i. সারিবদ্ধভাবে  ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখের ক্রমানুসারে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাস্তব ক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?
ক. চলমান জের ছক 
খ. স্থায়ী জের ছক 
গ. ‘T’ ছক     
ঘ. সাতঘরা খতিয়ান ছক
১৩. ব্যক্তিবাচক হিসেবে ক্রেডিট ব্যালান্স কী হয়?
ক. কারবারের আয় 
খ. কারবারের বিনিয়োগ 
গ. কারবারের সম্পদ 
ঘ. কারবারের দায়
সঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস

এছাড়াও পড়ুন:

আক্কেলপুরের পেট্রলপাম্প থেকে চুরি যাওয়া ট্রাক পাওয়া গেল জয়পুরহাট শহরে

জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের একটি পেট্রলপাম্প থেকে চুরি হওয়ার এক দিন পর পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল–সংলগ্ন একটি পেট্রলপাম্পের সামনের সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত মঙ্গলবার গভীর রাতে আক্কেলপুরে পৌর শহরের চার মাথা মোড়ের একটি পেট্রলপাম্প থেকে ট্রাকটি চুরি হয়। পরে গতকাল বুধবার বিষয়টি টের পান মালিক।

পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, আক্কেলপুরের ওই পেট্রলপাম্পে দীর্ঘদিন ধরে ট্রাক ও বাস রাখেন চালকেরা। গত মঙ্গলবার রাতে মেসার্স রেখা পরিবহন নামের একটি ট্রাক সেখানে রাখেন চালক হাসান আলী। গতকাল সকালে তিনি দেখেন, ট্রাকটি আর সেখানে নেই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটি চুরি করে নিয়ে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
এ ঘটনায় ট্রাকটির মালিক মশিউর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেন। আজ সকালে জয়পুরহাট শহরের বাস টার্মিনাল এলাকায় উদয় পেট্রলপাম্পের সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় ওই ট্রাক দেখতে পাওয়া যায়। মালিক সেখানে গিয়ে ট্রাকটি শনাক্ত করলে আক্কেলপুর থানা-পুলিশ সেটি জব্দ করে থানায় নিয়ে যায়।

মশিউর রহমান বলেন, ‘কে বা কারা আমার চুরি হওয়া ট্রাকটি জয়পুরহাট শহরের উদয় পেট্রলপাম্পের সামনে ফেলে রেখে চলে গেছে। পুলিশ গিয়ে ট্রাকটি নিয়ে গেছে।’

সম্পর্কিত নিবন্ধ