Samakal:
2025-11-03@23:53:00 GMT

হিসাববিজ্ঞান

Published: 19th, February 2025 GMT

হিসাববিজ্ঞান

শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের হিসাববিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো–

১. হিসাবের ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের অপেক্ষা বেশি হলে কোনটি প্রকাশ করবে?
ক. ডেবিট ব্যালান্স     খ. ক্রেডিট ব্যালান্স 
গ. সম্পদ         ঘ. দায়
২. সমাপ্তি ব্যালান্সের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক. বি/ডি খ. সি/ও  গ.

বি/এফ ঘ. সি/ডি
৩. খতিয়ানে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে–
i. সম্পদ ii. খরচ iii. আয় 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii         খ. i ও iii 
গ. ii ও iii         ঘ. i, ii ও iii
৪. ব্যালান্স C/D-এর পূর্ণরূপ কোনটি?
ক. Carried Down         খ. Dray Down 
গ. Carried Downward     ঘ. Cross Down
৫. ব্যালান্স বি/ডি বলতে কোনটি বোঝায়?
ক. পেছনে নীত  খ. নিচে নীত  গ. পেছন থেকে আনীত 
ঘ. নিচে নীত
৬. সি/এফ কথাটির অর্থ কী?
ক. পেছন থেকে আনীত         খ. সম্মুখে নীত 
গ. পেছনে থেকে আনীত     ঘ. নিচে নীত
৭. খতিয়ানের আধুনিক বা চলমান জের ছক মোট ঘরের সংখ্যা?
ক. পাঁচটি খ. ছয়টি গ. সাতটি ঘ. আটটি
৮. খতিয়ানের চলমান জের ছকের অন্য নামটি কী?
ক. টি ছক         খ. চারঘরা খতিয়ান ছক 
গ. বিশেষায়িত ছক     ঘ. সনাতন ছক
৯. B/D-এর পূর্ণরূপ কী?
ক. Bring Down     খ. Brought Down 
গ. Bear Down     ঘ. Bought Down
১০. B/F-এর পূর্ণরূপ কী?
ক. Brought Forward     
খ. Borrowed Furrowed 
গ. Bring Forward 
ঘ. Brought From
১১. খতিয়ানে লেনদেনগুলো সাজিয়ে রাখা হয়–
i. সারিবদ্ধভাবে  ii. শ্রেণিবদ্ধভাবে
iii. তারিখের ক্রমানুসারে 
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. বাস্তব ক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি?
ক. চলমান জের ছক 
খ. স্থায়ী জের ছক 
গ. ‘T’ ছক     
ঘ. সাতঘরা খতিয়ান ছক
১৩. ব্যক্তিবাচক হিসেবে ক্রেডিট ব্যালান্স কী হয়?
ক. কারবারের আয় 
খ. কারবারের বিনিয়োগ 
গ. কারবারের সম্পদ 
ঘ. কারবারের দায়
সঠিক উত্তর: ১. খ ২. ঘ ৩. ক ৪. ক ৫. খ ৬. খ ৭. গ ৮. খ ৯. খ ১০. ক ১১. ক ১২. ক ১৩. ঘ 

উৎস: Samakal

কীওয়ার্ড: এসএসস

এছাড়াও পড়ুন:

মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার

রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।

গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।

সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।

ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’

সম্পর্কিত নিবন্ধ