সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

ঢাকা থেকে ৩৯৬ জন যাত্রী নিয়ে দুবাইয়ের উদ্দেশে উড়াল দেওয়ার পর মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে। এতে বাধ্য হয়ে ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবরণ করে ফ্লাইটটি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় যাত্রার মাঝপথেই আটকে পড়েন ৩৯৬ জন। রাত পার করে দিনের অর্ধেকটা সময়ও বিমানবন্দরেই কাটাতে হয় তাদের। এই যাত্রীদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দিতে নাগপুর বিমানবন্দরে বিশেষ একটি ফ্লাইট পাঠিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ইতোমধ্যে ফ্লাইটটি আটকে পড়া ৩৯৬ যাত্রী নিয়ে উড়াল দিয়েছে দুবাইয়ের উদ্দেশে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

তিনি জানান, বুধবার রাতে বিজি-৩৪৭, বোয়িং-৭৭৭ এয়ারক্রাফট ৩৯৫ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে উদ্দেশ্য রওনা দেয়। রাত পৌনে ১১টায় মাঝ আকাশে ক্যাপ্টেন একটি টেকনিক্যাল সিগন্যাল পান, যার ফলে কাছাকাছি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। সেখানে যাত্রীদেরকে অত্যন্ত সুচারুরূপে সব ধরনের সাপোর্ট দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে আরেকটি বোয়িং-৭৭৭ নাগপুরের উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় দুপুর পৌনে ১টায় ফ্লাইটটি নাগপুরে পৌঁছে। অপেক্ষমাণ যাত্রীদের নিয়ে ইতোমধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেটি।

যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য অত্যন্ত দুঃখপ্রকাশও করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।

বিএইচ

.

উৎস: SunBD 24

এছাড়াও পড়ুন:

শ্রমিক দিবস উপলক্ষে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি

সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় নীট কনসার্নের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে নবীগঞ্জ ঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম শিপলু।

এতে আরও উপস্থিত ছিলেন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রোমান, মো. সজিব, মো. তুষার, মাহবুবুর রহমান মিলনসহ স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. আমিনুল ইসলাম শিপলু বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আবুল কাউসার আশার নির্দেশনায় ও সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এই আয়োজনটি করা হয়েছে। 


আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কাজ করে যাবে। শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে আমরা কখনও পিছপা হবো না।’
 

সম্পর্কিত নিবন্ধ