নাসুম আহমেদকে দলে নেওয়ার আলোচনাটা প্রথম ওয়ানডের প্রথম ইনিংসের পরপরই নাকি হয়ে গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে তিনি থাকবেনই। বাকি দুই ওয়ানডের জন‌্য মিরপুরের পাতা ফাঁদের অন‌্যতম সেরা অস্ত্র হিসেবে নাসুমকেই বিবেচনা করা হচ্ছে। এজন‌্য সিলেট থেকে উড়িয়ে ঢাকায় আনা হয় বাঁহাতি স্পিনারকে। তবে তাকে একাদশে রাখা হবে কিনা তা নিশ্চিত করেননি স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ, ‘‘আগামীকাল দেড়টায় দেখতে পারবেন।’’

মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ এক পেসার নিয়ে নামলে অবাক হওয়ার থাকবে না। মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌম‌্য সরকারকে দ্বিতীয় পেসার হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাকি সব স্পিন অস্ত্র।

আরো পড়ুন:

বাংলাদেশের অনুশীলনে কেন ‘মঙ্গুজ ব‌্যাট’?

শান মাসুদের ব্যাটে প্রথম দিন এগিয়ে পাকিস্তান

প্রথম ওয়ানডেতেই চূড়ান্ত ধারনা পাওয়া হয়ে গেছে পরের দুই ম‌্যাচে কী অপেক্ষা করছে। মিরপুরে আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডে। স্পিন দূর্গে বাংলাদেশের অপেক্ষা সিরিজ জয়ের। ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ফেরার।

দুই দলের জন‌্য ‘ওপেন বুক এক্সাম’। মুখোমুখি দুই শিবিরই জানে, ২২ গজে তাদেরকে স্পিনে পরীক্ষা দিতে হবে। ব‌্যাটসম‌্যানরা রীতিমত হিমশিম খাবেন ধরেই নিয়েছেন। আর স্পিনারদের মুখে ফুটবে হাসি।

বাংলাদেশ অপেক্ষা করছে সিরিজ জয়ের। মুশতাক আহমেদের বিশ্বাস, নিজেদের ওপর বিশ্বাস রাখতে পারলেই জয় ধরা দেবে সহজে, ‘‘কোচ হিসেবে আমরা ছেলেদের নিজেদের উপর বিশ্বাস রাখতে সাহায্য করার চেষ্টা করি। বিশ্বাস সবকিছুর মূল। আমার বিশ্বাস দুর্বল হলে খেলোয়াড়রা তা গ্রহণ করবে না। আন্তর্জাতিক ক্রিকেট হলো মেজাজ এবং বিশ্বাসের বিষয়। বাংলাদেশের খুবই প্রতিভাবান খেলোয়াড় আছে, এবং তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ করতে পারে। আমাদের এই বিশ্বাস রাখতে হবে।’’

২০২৪ সালের পর বাংলাদেশ কোনো ওয়ানডে সিরিজ জিতেনি। আফগানিস্তানের বিপক্ষে দুইবার ও ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে একবার করে সিরিজ হেরেছে বাংলাদেশ। এ বছর এটিই বাংলাদেশের শেষ ওয়ানডে সিরিজ। বছরের শেষটা দল রাঙাতে পারে কিনা সেটাই দেখার।

ওয়েস্ট ইন্ডিজের লড়াইটা ঘুরে দাঁড়ানোর। তারা এরই মধ‌্যে স্পিনে শক্তি বাড়িয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডস। কিন্তু বদলি হিসেবে এক পেসারের সঙ্গে নেওয়া হয়েছে এক স্পিনারকে। আকিল হোসেন ও র‌্যামন সিমন্ডস দলে এসেছেন।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ জয় ভিন্ন কোনো কিছু চিন্তা করছে না। দলের স্পিনার খারি পিয়েরে বলেছেন, ‘‘আমাদের জেতার জন্য যা যা করা দরকার, আমরা তা-ই করব। আমরা পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং পরের দুটি ম্যাচ জেতার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য হলো, সঠিক জায়গায় বল করে বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রাখা।’’

দুই দলের ম‌্যাচ বাংলাদেশ সময় শুরু হবে দুপুর দেড়টায়।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রথম

এছাড়াও পড়ুন:

পুরান ঢাকায় ছুরিকাঘাতে কারখানার শ্রমিক হত্যায় যুবকের স্বীকারোক্তি

রাজধানীর লালবাগে কারখানার শ্রমিক মো. হোসেনকে (২৪) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মো. আবির নামের এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মনোমালিন্যের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এ জবানবন্দি রেকর্ড করেন।

ঢাকা মহানগর পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, আসামি আবিরকে আদালতে হাজির করে পুলিশ। আসামি দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হওয়ায় লালবাগ থানার উপপরিদর্শক মো. নাজমুজ্জামান জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে আদালত জবানবন্দি রেকর্ড করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত সোমবার তুচ্ছ ঘটনা নিয়ে আবিরের সঙ্গে নিহত হোসেনের বন্ধু নীরবের কথা–কাটাকাটি হয়। এ সময় হোসেন তাঁর বন্ধুর পক্ষ নিলে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও আবির তা মেনে নেননি।

এর জেরে মঙ্গলবার বিকেলে হোসেন কারখানা থেকে বাড়ি ফেরার পথে লালবাগের শহিদনগর এলাকায় একটি দোকানের সামনে আবির পেছন থেকে তাঁর পিঠে ছুরি মারেন। খবর পেয়ে স্বজনেরা হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, আবির ওই এলাকার স্থায়ী বাসিন্দা। হোসেন সেখানে ভাড়া থাকতেন এবং একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার লালবাগ থানায় একটি হত্যা মামলা করা হয়।

সম্পর্কিত নিবন্ধ