ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল আমদানি করছে সরকার
Published: 20th, February 2025 GMT
ভারত থেকে আরও ৫০ হাজার টন নন-বাসমতি সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। সচিবালয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়েছে। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সরকারি খাদ্য মজুত বাড়িয়ে সরকারি বিতরণব্যবস্থা সচল রাখতে এ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। ভারতের এম বা এস বগাদিয়া ব্রাদার্স থেকে ৫০ হাজার টন চাল আমদানি করবে খাদ্য অধিদপ্তর। প্রতি কেজি ৫৩ টাকা ২ পয়সা করে দরে এ চাল আমদানি করা হবে। এতে মোট ব্যয় হবে ২৬৫ কোটি ৭ লাখ ৫৫ হাজার টাকা। এর আগে কয়েক দফায় ভারত, পাকিস্তানসহ কয়েক দেশ থেকে কয়েক লাখ টন চাল আমদানির প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠকে সৌদি আরব থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়। একইসঙ্গে সার কারখানার জন্য ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড কেনার সিদ্ধান্ত হয়েছে। এ দুই ক্রয় প্রস্তাব ব্যয় ধরা হয়েচে ৩০৭ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়াও সার সংরক্ষণের জন্য দেশের চার জেলায় চারটি বাফার গুদাম নির্মাণের প্রস্তাবও অনুমোদিত হয়েছে। এতে ব্যয় হবে ২৩৭ কোটি ৬৩ লাখ টাকা।
.উৎস: Samakal
কীওয়ার্ড: চ ল আমদ ন চ ল আমদ ন হ জ র টন আমদ ন র অন ম দ ত হয় ছ সরক র
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫