ট্রাম্পকে হুমকি ভাবছেন জাপানের ব্যবসায়ীরা
Published: 21st, February 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যবসার জন্য হুমকি মনে করে প্রায় ৯০ শতাংশ জাপানি কোম্পানি। রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সেখানে দেখা গেছে, জাপানের ১০টি কোম্পানির মধ্যে প্রায় ৯টি মনে করছে, ট্রাম্পের নীতি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলবে। টোকিওর ব্যবসায়ীদের এমন মনোভাব যুক্তরাষ্ট্রে প্রত্যক্ষ বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জরিপের ফলাফলে দেখা গেছে, কীভাবে ট্রাম্পের উচ্চ শুল্কনীতির ফলে চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ক্রমবর্ধমান চাপ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানের কোম্পানিগুলোকে মারাত্মক ঝুঁকির সম্মুখীন করবে। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রের মধ্যে অন্যতম হচ্ছে জাপান। টোকিওর কোম্পানিগুলো অনেকটাই চীনের ওপর নির্ভরশীল। সূত্র: রয়টার্স
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব যবস
এছাড়াও পড়ুন:
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।
নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।
পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।