মিসরে তুতেনখামেনের পর আরও একজন ফারাওয়ের সমাধির সন্ধান
Published: 21st, February 2025 GMT
প্রাচীন মিসরের ইতিহাস নিয়ে কাজ করা গবেষকেরা আরও একজন ফারাওয়ের সমাধি খুঁজে পেয়েছেন। এক শতকের বেশি সময় আগে সন্ধান পাওয়া তুতেনখামেনের সমাধির পর এবারই প্রথম কোনো ফারাওয়ের সমাধির সন্ধান পাওয়া গেল।
সমাধিটি রাজা দ্বিতীয় থুতমোসের। এটি ছিল ১৮তম প্রাচীন মিসরীয় রাজবংশের সবশেষ অনাবিষ্কৃত রাজকীয় সমাধি।
ব্রিটিশ-মিসরীয় গবেষকদের একটি দল প্রাচীন এ সমাধির সন্ধান পেয়েছেন। মিসরের লুক্সর শহরের কাছে ওয়েস্টার্ন ভ্যালি ‘থেবান নেক্রোপলিস’-এ এর অবস্থান।
এই গবেষকেরা এমন একটি জায়গা খুঁজে পেয়েছেন, যেখানে রাজকীয় নারীদের সমাহিত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে যখন তাঁরা সমাধির ভেতর প্রবেশ করেন, তখন ফারাওয়ের চিহ্নসহ বিভিন্ন সাজসজ্জা দেখতে পান।
আরও পড়ুনফারাও রাজার মমি ডিজিটালি উন্মোচিত২৯ ডিসেম্বর ২০২১এ অনুসন্ধান অভিযানের মাঠ পরিচালক পিয়ার্স লিথারল্যান্ড বলেন, ‘সমাধির ছাদ এখনো অক্ষত আছে। নীল রঙের ছাদে হলুদ রং দিয়ে তারা খোদাই করা শুধু শাসকদের সমাধিতেই খুঁজে পাওয়া যায়।’
বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে এই গবেষক বলেন, ওই মুহূর্তে তিনি একেবারে অভিভূত হয়ে গিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘সেখান থেকে বেরিয়ে আসার পর, আমার স্ত্রী বাইরে অপেক্ষা করছিল, আর আমি খুশিতে কেঁদে ফেলেছিলাম।’
লিথারল্যান্ড আরও বলেন, এ আবিষ্কার প্রাচীন মিসরের ১৮তম রাজবংশের প্রথম দিককার শাসকদের সমাধিস্থলের অবস্থান–সংক্রান্ত রহস্যের সমাধান করেছে।
গবেষকেরা দুই শতাব্দী আগে শাসক দ্বিতীয় থুতমোসের মমিকৃত দেহাবশেষের অংশ খুঁজে পেয়েছিলেন। কিন্তু তাঁর মূল সমাধিস্থল এর আগে খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুনপ্রাচীন মিসরের বিখ্যাত রাজা তুতেনখামেনের সমাধি আবিষ্কার০৪ নভেম্বর ২০২২ফারাও দ্বিতীয় থুতমোসের সমাধির অবস্থান ও ভেতরে প্রবেশের পথ.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজনীতিতে না জাড়ানোর কারণ জানালেন প্রীতি জিনতা
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা এখন অভিনয়ে অনিয়মিত। অভিনয়ে তাকে দেখা না গেলেও নিজের ক্রিকেট দলের হয়ে মাঠে তাকে প্রায়ই দেয়া যায়। মাঝে গুঞ্জন উঠেছিলে রাজনীতিতে যোগ দিচ্ছেন তিন। অবশ্য এবিষয়ে টুঁশব্দও করেননি এই অভিনেত্রী।
এদিকে মাস তিনেক আগে কংগ্রেসের পক্ষ অভিযোগ তোলা হয়েছিল, প্রীতি জিনতার ১৮ কোটি টাকার ঋণ নাকি মকুফ করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুধু তাই নয়, প্রীতি নাকি তার সোশাল মিডিয়া অ্যাকাউন্ট বিজেপির হাতে সঁপে দিয়েছেন- এমন অভিযোগও ওঠে। এরপর বলিউড নায়িকার রাজনীতিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়।
সম্প্রতি এক্স হ্যান্ডলে প্রীতি জিনতাকে একজন জিজ্ঞেস করেন, ‘আপনি কি ভবিষ্যতে বিজেপিতে যোগ দেবেন? আপনার গত কয়েক মাসের টুইট দেখে তো তেমনটাই মনে হচ্ছে। জবাবে অভিনেত্রী বলেন, ‘সোশাল মিডিয়ায় ব্যবহারকারীদের এটাই একটা সমস্যা। সবাই এত বিচার করতে বসে যান সবকিছু নিয়ে। আমি যেমনটা আগে বলেছি, মন্দিরে, মহাকুম্ভে যাওয়া কিংবা নিজের পরিচয় নিয়ে আমি গর্বিত। তার মানে এই নয় যে এসমস্ত কারণে আমি বিজেপিতে যোগ দেব।’
প্রীতি বলেন, ‘ভারতের বাইরে থাকার ফলে আমি দেশের প্রকৃত মূল্য উপলব্ধি করতে পেরেছি এবং আর পাঁচজন ভারতীয়র মতোই গর্ববোধ করি আমার দেশকে নিয়ে।’
রাজনীতিতে না আসার কারণ গত ফেব্রুয়ারি মাসেও জানিয়েছিলেন প্রীতি জিনতা। সেসময় তিনি বলেন, ‘রাজনীতি আমার দ্বারা হবে না। বিগত কয়েক বছরে একাধিক রাজনৈতিক দল আমাকে টিকিট দিতে চেয়েছে। এমনকি রাজ্যসভার আসনের প্রস্তাবও এসেছিল। তবে আমি বিনম্রভাবে প্রত্যাখ্যান করেছি। কারণ, আমার ইচ্ছে নেই। আর আমাকে ‘সৈনিক’ বললেও অতিরঞ্জিত হবে না। কারণ, আমি একজন আর্মি পরিবারের সন্তান। আমার বাবা সৈনিক এবং আমার দাদাও। আর্মি পরিবারের সন্তান হওয়ায় আমাদের মানসিকতা খানিক আলাদা।’
তিনি আরও বলেন, ‘আমরা নিজেদের উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় কিংবা হিমাচলী বা বাঙালি বলে ভাবি না, আমাদের পরিচয় শুধুমাত্র ভারতীয়। আর হ্যাঁ, দেশভক্তি আমাদের রক্তে।’ সূত্র: সংবাদ প্রতিদিন।