লড়াইয়ের গল্প খুঁজলে হয়তো পাওয়া যাবে। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি, জাকেরের ফিফটি বা রিশাদের বোলিং—ইতিবাচক ব্যাপার আছে কিছু কিছু। তবে কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সহজেই জিতেছে ভারত। বাংলাদেশের ২২৮ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ বের করে নিয়ে গেছে ৬ উইকেট ও ২১ বল হাতে রেখেই।

প্রতিপক্ষ বাংলাদেশ বলেই নাকি ভারতের সহজ জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, অবিশ্বাস্য কিছু করার ক্ষমতা নাজমুল হোসেনের দলের নেই।

শেবাগ গতকাল ম্যাচের পর ক্রিকবাজের একটি অনুষ্ঠানে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন। সেঞ্চুরিয়ান গিল ধীরেসুস্থে খেলার কারণেই ম্যাচটি এত দূর গেছে বলে মনে করেন শেবাগ। তাঁর কথা, ‘আমার মনে হয় না এই ম্যাচ নিয়ে সমর্থকদের কোনো চিন্তা ছিল। এই দলটা তো বাংলাদেশ, তোমরা আমাকে এই দলটার এত প্রশংসা করতে বাধ্য করেছ, যেন এটি কোনো অবিশ্বাস্য দল।’

এটা খুবই সহজ ম্যাচ ছিল। আমরা প্রায় ৪ ওভার হাতে রেখেই জিতে গেছি। গিল রয়েসয়ে খেলেছে। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আইয়ার আরও বেশি সময় ক্রিজে থাকত, তাহলে ম্যাচটা ৩৫ ওভারেই শেষ হয়ে যেতবীরেন্দর শেবাগ

শেবাগ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ১২টি ম্যাচ খেলেছেন। মোট ৫০৩ রান করেছেন ৪১.

৯১ গড়ে, স্ট্রাইক রেট ১২৪। বাংলাদেশের বিপক্ষে নিজের খেলোয়াড়ি ক্যারিয়ারের প্রসঙ্গও টেনে এনে শেবাগ বলেছেন, ‘বাংলাদেশকে ভয়? আমি যখন খেলতাম, তখন কখনোই ওদের  ভয় পাইনি, আজ(কাল) স্টুডিওতে বসে ভয় পাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এ তো বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে তারা অবিশ্বাস্য কিছু করে ফেলবে। আমি মনে করি না ভারতের কোনো সমর্থকের মনে (বাংলাদেশকে নিয়ে) ১ শতাংশও ভয় ছিল।’

আরও পড়ুনমাহমুদউল্লাহকে নিয়ে আকরাম-ওয়াকারের কৌতূহল২ ঘণ্টা আগে

শেবাগ আরও যোগ করে বলেছেন, ‘এটা খুবই সহজ ম্যাচ ছিল। আমরা প্রায় ৪ ওভার হাতে রেখেই জিতে গেছি। গিল রয়েসয়ে খেলেছে। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আইয়ার আরও বেশি সময় ক্রিজে থাকত, তাহলে ম্যাচটা ৩৫ ওভারেই শেষ হয়ে যেত।’

সেঞ্চুরি করেন গিল

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অব শ ব স য

এছাড়াও পড়ুন:

দুই মাস ফ্রিজে রাখার পর মামুনের মাথায় খুলি পুনঃস্থাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মামুন মিয়ার মাথায় খুলি প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করার পর সফলভাবে পুনঃস্থাপন করা হয়েছে। 

শনিবার (১ নভেম্বর) চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে অপারেশনের মাধ্যমে খুলি পুনঃস্থাপন করেন চিকিৎসকরা। 

চিকিৎসকরা জানিয়েছেন, মামুন মিয়ার মাথায় সফলভাবে অপারেশন করা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের রক্তক্ষয়ী সংঘর্ষে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছিলেন মামুন মিয়া।

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ টি এম রেজাউল করিম জানিয়েছেন, চবিতে সংঘর্ষের দিন গুরুতর আহত অবস্থায় মামুন মিয়াকে পার্কভিউ হাসপাতালে আনা হয়েছিল। সেই থেকে তিনি এখানে চিকিৎসাধীন আছেন। অপারেশনের সময় তার মাখার খুলি খুলে ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। দীর্ঘ প্রায় দুই মাস পর সফল অপারেশনের মাধ্যমে শনিবার মামুনের মাথার খুলি প্রতিস্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

গত ৩০ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। এতে মামুনসহ চবির অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হন। মাথায় মারাত্মক আঘাতের কারণে মামুনের মাথার খুলি খুলে রেখে দেওয়া হয়েছিল।

ঢাকা/রেজাউল/রফিক

সম্পর্কিত নিবন্ধ