‘এ তো বাংলাদেশ, অস্ট্রেলিয়া বা পাকিস্তান নয় যে অবিশ্বাস্য কিছু করে ফেলবে’
Published: 21st, February 2025 GMT
লড়াইয়ের গল্প খুঁজলে হয়তো পাওয়া যাবে। তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি, জাকেরের ফিফটি বা রিশাদের বোলিং—ইতিবাচক ব্যাপার আছে কিছু কিছু। তবে কাল দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সহজেই জিতেছে ভারত। বাংলাদেশের ২২৮ রান তাড়া করতে নেমে ভারত ম্যাচ বের করে নিয়ে গেছে ৬ উইকেট ও ২১ বল হাতে রেখেই।
প্রতিপক্ষ বাংলাদেশ বলেই নাকি ভারতের সহজ জয় নিয়ে কোনো সন্দেহ ছিল না সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেবাগের। ভারতের সাবেক এই ওপেনার মনে করেন, অবিশ্বাস্য কিছু করার ক্ষমতা নাজমুল হোসেনের দলের নেই।
শেবাগ গতকাল ম্যাচের পর ক্রিকবাজের একটি অনুষ্ঠানে বাংলাদেশকে ধুয়ে দিয়েছেন। সেঞ্চুরিয়ান গিল ধীরেসুস্থে খেলার কারণেই ম্যাচটি এত দূর গেছে বলে মনে করেন শেবাগ। তাঁর কথা, ‘আমার মনে হয় না এই ম্যাচ নিয়ে সমর্থকদের কোনো চিন্তা ছিল। এই দলটা তো বাংলাদেশ, তোমরা আমাকে এই দলটার এত প্রশংসা করতে বাধ্য করেছ, যেন এটি কোনো অবিশ্বাস্য দল।’
এটা খুবই সহজ ম্যাচ ছিল। আমরা প্রায় ৪ ওভার হাতে রেখেই জিতে গেছি। গিল রয়েসয়ে খেলেছে। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আইয়ার আরও বেশি সময় ক্রিজে থাকত, তাহলে ম্যাচটা ৩৫ ওভারেই শেষ হয়ে যেতবীরেন্দর শেবাগশেবাগ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সংস্করণে ১২টি ম্যাচ খেলেছেন। মোট ৫০৩ রান করেছেন ৪১.
শেবাগ আরও যোগ করে বলেছেন, ‘এটা খুবই সহজ ম্যাচ ছিল। আমরা প্রায় ৪ ওভার হাতে রেখেই জিতে গেছি। গিল রয়েসয়ে খেলেছে। যদি রোহিত শর্মা, বিরাট কোহলি বা শ্রেয়াস আইয়ার আরও বেশি সময় ক্রিজে থাকত, তাহলে ম্যাচটা ৩৫ ওভারেই শেষ হয়ে যেত।’
সেঞ্চুরি করেন গিলউৎস: Prothomalo
কীওয়ার্ড: অব শ ব স য
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ফতুল্লার লামাপাড়ায় মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২২তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষ্যে আলোচনা সভা, কোর্স সমাপনী সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতার বর্ষপূর্তি ও খেলাধূলার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্তদের চিকিৎসা সেবা প্রদানে প্রয়াস বিগত ২২ বছর যাবত নিরবিচ্ছিন্নভাবে সেবা করে যাচ্ছে।
সব ধরনের আইন ও বিধি-বিধান মেনে সেবার মানোন্নয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্পন্ন টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে।
জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, প্রয়াসে চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকার স্বীকৃতি ও জনসচেতনতামূলক প্রচার-প্রচারনায় অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনার অংশ।
তিনি আরো বলেন, আমরাই প্রথম নারায়ণগঞ্জে ৪০ বেডে লাইসেন্স প্রাপ্ত মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্র। প্রয়াসের প্রতিষ্ঠা ২০০৩ সালে হলেও আমরা লাইসেন্স পেয়েছি ২০০৬ সালে। গত ২০২১ সাল থেকে আমরা প্রতিবছর সরকারি অনুদানের জন্য নির্বাচিত হয়ে আসছি।
এসময় তিনি অভিভাবক প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রমে সংযুক্ত থাকার জন্য ধন্যবাদ জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, মাদকাসক্ত পূনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, অফিসার এডমিন সাজ্জাদ হোসেন, প্রোগ্রাম অফিসার শেখ ফরিদ উদ্দিন ও মেডিকেল অফিসার ডা. রিয়াজ উদ্দিন আহমেদ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শওকত হোসেন, লিটন, আমজাদ, বাবুসহ রিকোভারীবৃন্দ।