আড়াইহাজারে দিনব্যাপী জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প
Published: 21st, February 2025 GMT
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার উপজেলার উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় গোপালদী বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়।
মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় সতের জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
এন ডি এফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা আলী আশরাফ খানের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ডি এফ এর জেলা সেক্রেটারি ডা আবদুল মালেক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা প্রমূখ।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিলো মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার।
জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
  
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে ছাত্রলীগ ৩০-৪০ জন নেতাকর্মী মশাল হাতে নিয়ে একটি ঝটিকা মিছিল বের করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত জেলা যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান এবং মিছিলটি প্রতিহত করেন।
পরে যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে ফাহিম আহম্মেদ (২৩), নিরব হোসেন (১৮), ফয়সাল (২০), অনিক আহমেদ অনিন (২১) এবং আবিরসহ (১৫) মোট পাঁচজন কর্মীকে আটক করে পুলিশের কাছে দেয়।
খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের উপপরিদর্শক (এসআই) নন্দন চন্দ্র সরকার দ্রুত ঘটনাস্থলে যান এবং আটকদের হেফাজতে নেন।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যানার, কয়েকটি মশাল, লাঠি এবং একটি পিকআপভ্যানও জব্দ করে।
এ বিষয়ে ফতুল্লা থানার সহকারী উপ-পরিদর্শক মেহেদী হাসান জানান, মিছিল করার সময় ছাত্রলীগের ৫ জনকে আটকের পর তাদের থানায় আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে।