আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আড়াইহাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড়াই হাজার উপজেলার উদ্যোগে এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম নারায়ণগঞ্জ জেলার সার্বিক সহযোগিতায় গোপালদী বাজারে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। 

মেডিকেল ক্যাম্পিংয়ে ফ্রী চিকিৎসা, ফ্রি ব্লাড গ্রুপিং, ফ্রি ডায়াবেটিস টেস্ট, ফ্রি ফিজিওথেরাপি ও ডেন্টাল সেবা এবং ফ্রি ঔষধ বিতরণ করা হয়। এ সময় সতের জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।

এন ডি এফ এর নারায়ণগঞ্জ জেলা সভাপতি ডা আলী আশরাফ খানের ব্যবস্থাপনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এন ডি এফ এর জেলা সেক্রেটারি ডা আবদুল মালেক, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আলী মোল্লা প্রমূখ।  

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, ভাষা আন্দোলন ছিলো মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করছে। প্রতিটি নাগরিকের চিকিৎসা পাওয়া তার মৌলিক অধিকার।

জামায়াতে ইসলামী মানুষের কল্যাণ ও মানবতার কল্যাণ সাধনের জন্য এই মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম

এছাড়াও পড়ুন:

ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে ডিআইটি মসজিদের পার্শ্বে রবিবার সকাল ১১ টায় জুলাই কর্নার উদ্বোধন করা হয়। 

ৎএসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর হযরত মাওলানা আব্দুল আউয়াল হাফি. (পীর সাহেব খুলনা), আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সেক্রেটারি আ. মজিদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যে যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার ফ্যাসিস্ট দূর হয়েছে। তাদের আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ পাক তাদের শহীদী মর্যাদায় ভূষিত করুন এবং আহতদেরকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, জুলাই-আগস্ট আন্দোলন আমাদের প্রেরণা। এই প্রেরণা নিয়ে আমরা আগামীতে সুন্দর দেশ গড়তে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাবো, ইনশাআল্লাহ। কোন নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ ও দুর্নীতি যাদের পেশা তারা যেন কোনক্রমেই রাষ্ট্রক্ষমতার বসতে না পারে সে ব্যাপারে সকল জনগণকে সজাগ থাকতে হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাই স্মৃতিস্তম্ভে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার শ্রদ্ধাঞ্জলী
  • জুলাই শহীদদের স্মরণে প্রতিবেশ আন্দোলনের বিনামূল্যে গাছের চারা বিতরণ
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে: দুলাল 
  • বর্ষপূর্তির বিজয় র‌্যালিকে সফল করতে সদর থানা বিএনপির প্রস্তুতিসভা
  • দেশের উন্নয়নে আবদুল মতিন চৌধুরী অবদান স্বরণীয় হয়ে থাকবে! : দুলাল 
  • মিশনপাড়ার শীর্ষ চাঁদাবাজ রিয়াদ গ্রেপ্তার, এলাকাবাসীর স্বস্তি
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সন্ত্রাসী ম্যাকলিন গ্রেপ্তার
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ম্যাকলিন গ্রেপ্তার
  • সিদ্ধিরগঞ্জ বিউবো মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই ডকুমেন্টারি প্রদর্শন
  • ডিআইটিতে জুলাই-আগস্ট কর্নার উদ্বোধন