দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বড়হরিপুর পোদ্দারপাড়া গ্রামে মহানাম যজ্ঞানুষ্ঠানে পুরোহিতের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার এ ঘটনায় আহত পুরোহিত ব্রাহ্মণ জামেনী কান্ত মহন্তকে (৮০) প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা।

ঘটনার সঙ্গে জড়িত একই ইউনিয়নের শালন্দার মণ্ডলপাড়া গ্রামের রিফাত হোসেন (২০) নামে এক তরুণকে আটক করে পুলিশে দিয়েছেন গ্রামের বাসিন্দারা। তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি স্থানীয় একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র। অনুষ্ঠান চালিয়ে নিতে পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

যজ্ঞানুষ্ঠানের সভাপতি প্রফুল্ল রায়ের ছেলে স্কুলশিক্ষক মানিক চন্দ্র রায় জানান, প্রতিবারের মতো এবারও দু’দিনব্যাপী অনুষ্ঠানের (অষ্টপ্রহর) আয়োজন করেন গ্রামের বাসিন্দারা। শুক্রবার অনুষ্ঠান চলাকালে রিফাত স্ক্রু-ড্রাইভার দিয়ে ব্রাহ্মণের মাথার তালুতে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার পর ছুটে আসেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো.

আফছার আলী ও সাধারণ সম্পাদক একরামুল হকসহ স্থানীয় বাসিন্দারা। এ সময় রিফাতকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বিএনপি নেতা একরামুল হক বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে রিফাত কয়েক মাস ধরে মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর চিকিৎসার কাগজ থানায় পাঠানো হয়েছে। যজ্ঞানুষ্ঠান চালাতে যেন কোনো সমস্যা না হয়, সে জন্য বিএনপি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

পার্বতীপুর মডেল থানার ডিউটি অফিসার ফুল মিয়া বলেন, ব্রাহ্মণের ওপর হামলার ঘটনায় রিফাত হোসেন নামে এক তরুণকে থানায় আনা হয়েছিল। মানসিক চিকিৎসার কাগজপত্র নিয়ে এসেছিল তাঁর পরিবার। তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

খুলনায় ৮ ঘণ্টার ব্যবধানে ২ জনকে কুপিয়ে হত্যা

খুলনায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় মনোয়ার হোসেন টগর নামে এক যুবক এবং শনিবার (২ আগস্ট) ভোরে দিঘলিয়া উপজেলার বারাকপুরে আল-আমিন সিকদার নামে এক ভ্যানচালক খুন হন। 

দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা
পুলিশ জানায়, শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে দিঘলিয়া উপজেলার বারাকপুর নন্দনপ্রতাপ গ্রামে আল-আমিন সিকদার (৩৩) নামে এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল-আমিন ওই গ্রামের কাওসার শিকদারের ছেলে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন বলেন, “আল-আমিনের স্ত্রীর সাবেক স্বামী মো. আসাদুল ঝিনাইদহ থেকে এসে অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আসাদুল পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার সাবেক স্ত্রীকে বিয়ে করার কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নগরীতে ছুরিকাঘাতে যুবক খুন
অপরদিকে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন সবুজবাগ এলাকায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর (২৫) নামে এক যুবক। তিনি ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। 

স্থানীয়রা জানান, রাত সোয়া ৯টার দিকে কয়েকজন যুবক টগরের বাড়িতে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার এসআই আবদুল হাই বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, হত্যাকারীরা টগরের পূর্ব পরিচিত।  তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারে অভিযান চলছে।” 

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ