সরিষাবাড়ীতে পিকনিকের বাস ধাক্কা খেল গাছে, এক শিক্ষার্থীর মৃত্যু
Published: 22nd, February 2025 GMT
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রের নাম রাশেদুল ইসলাম (১৫)। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আজ সকালে গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশে পিকনিকের বাসটি রওনা দেয়। পরে সকাল সাড়ে আটটার দিকে বাসটি উপজেলার ছাতারিয়া মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাশেদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গাছে ধাক্কা লাগার কারণে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পায়। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিক্ষার্থীরা অক্ষত আছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//