জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিকনিকের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের ছাতারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম রাশেদুল ইসলাম (১৫)। সে সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে ও ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার উচ্চবিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে আজ সকালে গাজীপুরের সাফারি পার্কের উদ্দেশে পিকনিকের বাসটি রওনা দেয়। পরে সকাল সাড়ে আটটার দিকে বাসটি উপজেলার ছাতারিয়া মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় রাশেদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পায়। পরে গুরুতর আহত অবস্থায় সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘গাছে ধাক্কা লাগার কারণে ওই শিক্ষার্থী মাথায় আঘাত পায়। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে অন্য শিক্ষার্থীরা অক্ষত আছে। এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।’

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

মেটা কানেক্ট সম্মেলনে ভিআর ও এআর পণ্যে ৬ চমক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত মেটার সদর দপ্তরে আয়োজিত বার্ষিক কানেক্ট সম্মেলনের প্রথম দিনে নতুন একাধিক প্রযুক্তি ও পণ্য আনার ঘোষণা দিয়েছে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সম্মেলনে বহুল আলোচিত রেব্যান স্মার্ট চশমার হালনাগাদ সংস্করণ উন্মোচনের পাশাপাশি ডিসপ্লে যুক্ত স্মার্ট চশমা, অ্যাথলেটদের জন্য বিশেষ চশমা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) ও অগমেন্টেড রিয়েলিটিতে (এআর) বাস্তব পরিবেশ রূপান্তরের নতুন সুবিধা যুক্তের ঘোষণা দেন তিনি। সম্মেলনের উল্লেখযোগ্য ছয়টি ঘোষণা জেনে নেওয়া যাক।

মেটা রেব্যান ডিসপ্লে

সম্পর্কিত নিবন্ধ