ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার পুনর্গঠন সহায়তায় নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়া পুনর্গঠনের জন্য যেসব শর্তে শিথিল করা হচ্ছে, তাতে মূলত পরিবহন, শক্তি এবং আর্থিক লেনদেনের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোকে প্রাধান্য দেওয়া হবে।
সিদ্ধান্তটি আগামী সোমবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক সম্পর্কবিষয়ক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হবে। এটাকে একটি দীর্ঘ আলোচনার পরিপ্রেক্ষিতে হওয়া রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন আগে এ বিষয়ে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছেছিল, যা এখন কার্যকর হতে যাচ্ছে।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কেজা কাল্লাস জানান, নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে শিথিল করা হবে। সিরিয়ার নতুন সরকার তাদের অঙ্গীকার পূরণ করতে ব্যর্থ হলে শিথিলকৃত নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হতে পারে। দ্য নিউ আরব।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জিআই সনদ পেলো কিশোরগঞ্জের পনির ও রাতাবোরো ধান
ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের সনদ পেয়েছে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির।
বুধবার (৩০ এপ্রিল) রাজধানী ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর আয়োজিত ‘বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সনদ গ্রহণ করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
অনুষ্ঠানে কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও পনিরসহ দেশের বিভিন্ন অঞ্চলের ২৪টি পণ্যকে ভৌগোলিক নির্দেশক (জিআই) নিবন্ধন সনদ দেওয়া হয়।
আরো পড়ুন:
হাওরে ধানের বাম্পার ফলন, দাম কমে যাওয়ায় চিন্তায় কৃষক
আজারবাইজানের সঙ্গে কানেক্টিভিটি বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা
শিল্প সচিব মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশিষ্ট শিল্পী, অভিনেত্রী ও সঙ্গীত পরিচালক আরমিন মুসা ও বাংলাদেশ তাঁত বোর্ডের কর্মকর্তা, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) ও নওগাঁ জেলার বদলগাছি উপজেলার নাকফজলি আমচাষি সমবায় সমিতির লোকজন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও জেলার ব্র্যান্ডিং পণ্য অষ্টগ্রামের পনির ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি এ জেলার কৃষি ও খাদ্যশিল্পের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। এতে স্থানীয় এ দুটি পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে।
ঢাকা/রুমন/বকুল