মাহমুদউল্লাহ ফিরলে বাইরে যাবেন কে
Published: 22nd, February 2025 GMT
আজকের দিনের সবচেয়ে বড় খবর, মাহমুদউল্লাহ অনুশীলনে ব্যাটিং করেছেন। দুবাইয়ে প্রথম দিন অনুশীলন করেই পায়ের মাংসপেশিতে চোট, খেলা হয়নি ভারত ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইসলামাবাদে কি আগামী পরশু খেলবেন? প্রশ্নটার উত্তর নিশ্চিত করে দেওয়া যায়নি আজ বিকেল পর্যন্তও। তবে দলের অভিজ্ঞ এই ক্রিকেটারের পুরোদমে অনুশীলনে ফেরা স্বস্তির সুবাতাস তো দেয়ই।
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে আগামী পরশু ম্যাচের আগে বাংলাদেশ, নিউজিল্যান্ড দুই দলের অবস্থা দুই রকম। দুবাইয়ে ভারতের কাছে ৬ উইকেটে হারা প্রথম ম্যাচ বাংলাদেশের ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচে মাহমুদউল্লাহকে পাওয়াটা গুরুত্বপূর্ণ। সমান্তরালে এই প্রশ্নটাও আসে—তিনি ফিরলে দলের বাইরে যাবেন কে?
অন্যদিকে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে ৬০ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়ানো শুরু পেয়েছে নিউজিল্যান্ড। ওপেনার উইল ইয়ং আর মিডল অর্ডার ব্যাটসম্যান টম ল্যাথামের সেঞ্চুরির সঙ্গে মাইকেল ব্রেসওয়েলের ৩৯ বলে ৬১ রানের ইনিংসে মোটামুটি পরিষ্কার—যথেষ্ট সময় পেয়ে পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছেন তাদের ব্যাটসম্যানরা।
বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী সালাহউদ্দিন
সময়ের আলোচিত রাজনৈতিক নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ কক্সবাজার-১ আসনে ধানের শীষের কাণ্ডারী হয়েছেন।
কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে এই সংসদীয় আসন গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সালাহউদ্দিন আহমেদ এই আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পেলেন।
আরো পড়ুন:
বিএনপির মনোনয়ন পেলেন নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী
কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী ফজলুর রহমান
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরিবর্তীত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির অসুস্থ চেয়ারপারসন এবং লন্ডনে অবস্থান করা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে পরিচিত সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের সঙ্গে চলমান আলোচনায় তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে।
ঢাকা/তারেক/রাসেল